পৃথিবীর 'মায়া' কাটিয়ে সূর্যের পথ ধরল আদিত্য, সূর্যের পাড়ায় কবে ঢুকবে সৌরযান

নজরবন্দি ব্যুরো: ভারতে তৈরি প্রথম সৌরযান উৎক্ষেপণের আড়াই সপ্তাহের মধ্যেই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মায়া কাটিয়ে সূর্যের দিকে এগোচ্ছে ‘আদিত্য এল-১’। ঠিক চার মাস পর পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে এল-১ পয়েন্টে পৌঁছাবে আদিত্য। বৃহস্পতিবার গভীর রাতেই মহাকাশযানটি চতুর্থ বার কক্ষপথ বদল করে। গতকালই টুইটে ইসরো জানিয়েছে মহাকাশযানটি তথ্য পাঠাতে শুরু করেছে।

আরও পড়ুন: নিম্নচাপে পরিণত হল ঘূর্ণাবর্ত! ভারী-অতিভারী বৃষ্টিতে ভিজতে চলছে বাংলা, জানুন কোথায় কত বর্ষণ?

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, মরিশাস, বেঙ্গালুরু, পোর্ট ব্লেয়ারে তাদের ‘গ্রাউন্ড স্টেশন’ রয়েছে। সেখান থেকেই আদিত্যকে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। আরও জানা যায়, আদিত্য-এল১-এ সাতটি বৈজ্ঞানিক পেলোড রয়েছে। সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে পেলোডগুলি। এই যন্ত্রগুলি করোনাল হিটিং, করোনাল ভর ইজেকশন, প্রি-ফ্লেয়ার এবং ফ্লেয়ার অ্যাক্টিভিটি এবং মহাকাশের আবহাওয়ার গতিবিদ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।

পৃথিবীর 'মায়া' কাটিয়ে সূর্যের পথ ধরল আদিত্য, সূর্যের পাড়ায় কবে ঢুকবে সৌরযান

সূর্যের একেবারের বাইরের স্তরের নাম করোনা। পৃথিবীর মত সূর্যেরও অ্যাটমস্ফিয়ার আছে। সূর্যের সারফেস (পিঠ) ও তার উপরের স্তর করোনার মধ্যে তাপমাত্রার ফারাক অনেক। সূর্যের পিঠের তাপমাত্রা ৫৬০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। করোনার তাপমাত্রা ২ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রার তারতম্য হতে থাকে। করোনা সবসময়ে দেখা যায় না। একে দেখতে হলে সূর্যের প্রচণ্ড তেজকে ঢাকা দিতে হয়।

পৃথিবীর 'মায়া' কাটিয়ে সূর্যের পথ ধরল আদিত্য, সূর্যের পাড়ায় কবে ঢুকবে সৌরযান

গতকাল (১৮ সেপ্টেম্বর) টুইটে ইসরো জানিয়েছে, ‘আদিত্য এল-১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে। STEPS যন্ত্রের সেন্সরগুলি পৃথিবী থেকে ৫০,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে সুপার-থার্মাল এবং শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে। এই তথ্য বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশের কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করে।’ উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে রওনা দেয় আদিত্য।

পৃথিবীর ‘মায়া’ কাটিয়ে সূর্যের পথ ধরল আদিত্য, সূর্যের পাড়ায় কবে ঢুকবে সৌরযান

পৃথিবীর 'মায়া' কাটিয়ে সূর্যের পথ ধরল আদিত্য, সূর্যের পাড়ায় কবে ঢুকবে সৌরযান
পৃথিবীর ‘মায়া’ কাটিয়ে সূর্যের পথ ধরল আদিত্য, সূর্যের পাড়ায় কবে ঢুকবে সৌরযান