Farm Law: মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মেরেছে, মোদিকে খোঁচা প্রিয়াঙ্কার
Farm Law: মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মেরেছে, মোদিকে খোঁচা প্রিয়াঙ্কার

নজরবন্দি ব্যুরোঃ তিন কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করে সারা দেশে চমক ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলের নেতারা। কিন্তু কটাক্ষ করতে পিছপা হননি বিরোধী শিবিরের কোনও নেতাই। এরই মধ্যে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কৃষকদের মৃত্যুর কথা মনে করিয়ে মোদি সরকারকে খোঁচা দিলেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মনে করিয়ে দিলেন, আপনার মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মেরেছে ।

আর পড়ুনঃ ৭০০ কৃষকের মৃত্যুর জন্য দায়ী নরেন্দ্র মোদি: হান্নান মোল্লা

তিনি বলেন, “আপনার মন্ত্রীর ছেলে আন্দোলনকারী কৃষকদের গাড়ির চাকায় পিষে মেরেছেন। আপনি বিষয়টি গুরুত্ব দেননি। আপনার নেতারা কৃষকদের সন্ত্রাসবাদী, বিশ্বাসঘাতক বলে দেগে দিয়েছেন। আপনি নিজে তাঁদেরকে আন্দোলনজীবী বলে উল্লেখ করেছেন। আপনি তাঁদেরকে লাঠি দিয়ে আঘাত করেছেন। তাঁদেরকে গ্রেফতার করেছেন”।

সেইসঙ্গে প্রিয়াঙ্কা আরও বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশের কৃষকদের দ্বারা নির্মিত বাস্তব চিত্রের কথা বুঝতে পেরেছেন। আমার আনন্দ লাগছে শেষ অবধি সরকার বুঝতে পেরেছে কৃষকরাই এই দেশের সর্বশক্তিমান”।

উল্লেখ্য, হাতে গোনা কিছু মাস পরেই রয়েছে চার রাজ্যের বিধানসভা নির্বাচন। এর মধ্যে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার ইস্যুকে হাতিয়ার করে প্রচারে নামতে চেয়েছিল কংগ্রেস। লাখিমপুর খেরিতে চার কৃষককে পিষে মারার ঘটনায় সরব হয়েছেন কংগ্রেস নেতারা। প্রধান অভিযুক্তের তালিকায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্র। ঘটনার পরেই মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা-রাহুল। অভিযুক্ত আশীষের বাবা এখনও কী করে কেন্দ্রীয় মন্ত্রকে জায়গা পান? সরব হয়েছেন কংগ্রেস নেত্রী।

শুক্রবার কৃষি আইন বাতিল করে যখন সরকার বুঝিয়ে দিল কৃষকদের কাছে মাথানত করতে বাধ্য হয়েছে সরকার। তখনই লাখিমপুর খেরির ঘটনার কথা উল্লেখ্য করে আক্রমণ শানলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরামন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মেরেছে , তার পরেও চুপ কেন সরকার? প্রশ্ন তোলেন তিনি। 

মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মেরেছে, শহীদ কৃষকদের ক্ষতিপূরণ চাইলেন অধীর

মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মেরেছে, শহীদ কৃষকদের ক্ষতিপূরণ চাইলেন অধীর 
মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মেরেছে, শহীদ কৃষকদের ক্ষতিপূরণ চাইলেন অধীর

এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, যে ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যকের পরিবারকে ক্ষতিপুরন দিতে হবে সরকারকে। তিনি আরও বলেন, মোদি বুঝতে পেরেছেন কৃষকরা তাঁর পাশে নেই তাই এখন কৃষি আইন বারিল করে কৃষকদের মন জয় করতে চাইছেন।