নজরবন্দি ব্যুরোঃ একসময় টলিউডে অন্যতম জনপ্রিয়ব জুটি ছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি। ৯০ দশকে এই জুটি একের পর এক হিট সিনেমা আমাদের উপহার দিয়েছেন। শুধু তাই নয় বক্স অফিসে তাঁদের করা মুভি গুলি চুটিয়ে ব্যাবসা করেছে। কিন্তু একের পর এক হিট মুভি করতে করতে কেন দুজন দুজনের সাথে জুটি বাঁধা বন্ধ করে দিলো। অবশেষে সামনে এলো তথ্য।
আরও পড়ুনঃ অতিথিদের আপ্যায়ন করুন ঘরে বানানো কুকিজ দিয়ে, জেনে নিন রেসিপি

এমনকি পর্দার এই হিট জুটির সিনেমা দেখে তাঁরা ভাবত যে তাঁরা তাঁরা রিলের পাশাপাশি হয়তো রিয়েল লাইফেও সম্পর্কে রয়েছেন। বাস্তবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার দারুণ বন্ধুত্ব ছিল। তাঁদের জুটি দর্শকেরাও খুব পছন্দ করত। কিন্তু হটাত করেই হারিয়ে জান তাঁরা। তাও আবার এক বা দুই বছরের জন্য নয় প্রায় ১৫,১৬ বছর তাঁদের কোন একসঙ্গে সিনেমা আসেনি।

তাঁরা যখন সফলতার শিখরে ছিল। ঠিক সেই মুহূর্তেই তাঁদের এই জুটি ভেঙ্গে যায়। সেই সময় তাঁদের ব্যাক্তিগত জীবনেও বহু সমস্যা দেখা গিয়েছিল। প্রসেনজিৎ-এর দ্বিতীয় বিয়ে সেই সময় ভাঙতে বসেছিল। এর ফলে সেই সময় দর্শক মহলে বিয়ের ভাঙার কারণ হিসেবে ঋতুপর্ণাকেই দায়ী করা হয়। এর ফলে তাঁরা দুজন সিদ্ধান্ত নেন যে তাঁরা আর একসঙ্গে জুটি বাধবেন না। এরপর ১০ বছর কেটে যায়।
প্রসেনজিৎ-এর সঙ্গে ঋতুপর্ণার জুটি ভাঙার আসল কারণ সামনে এলো, জেনে নিন আসল কারণ

এর পর ফের জুটি বাঁধতে ১০ বছর সময় লেগে গেছিলো। শিবপ্রসাদ এবং নন্দিতার পরিচালিত প্রাক্তন সিনেমার মাধ্যমে তাঁরা পর্দায় ফিরে আসে। এই সিনেমা দর্শক মহলে খুব প্রশংসিত হয়েছিল। বক্স অফিস দাপিয়ে বেরিয়েছিল এই সিনেমা। এই সিনেমাতে এই পুরনো জুটি কে ফিরে পেয়ে সবাই খুব খুশি হয়েছিল।








