অজিদের সাথে সিরিজ কি অশ্বিনের জন্য বিশ্বকাপের ট্রায়াল? কী বললেন কোচ দ্রাবিড়
What coach Dravid said for Ashwin

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের ঠিক আগে অক্ষর প্যাটেল চোট পেতেই ফের একদিনের দলে ফিরে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। আজ শুক্রবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। সেখানে পারফর্ম করলে ঘরের মাঠে বিশ্বকাপের জন্য অশ্বিনের দরজা খুলেও যেতে পারে।

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে আজ নামছে ভারত, কেমন হতে পারে একাদশ

অশ্বিনের সাথে এই দলে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। বিশেষজ্ঞরা বলছেন এই সিরিজ অশ্বিনের জন্য বিশ্বকাপের ট্রায়াল। আর এখানেই আপত্তি তুলেছেন কোচ রাহুল দ্রাবিড়। তিনি এই ট্রায়াল কথাটা অশ্বিনের জন্য মানতে পারছেন না।

অজিদের সাথে সিরিজ কি অশ্বিনের জন্য বিশ্বকাপের ট্রায়াল? কী বললেন কোচ দ্রাবিড়
অজিদের সাথে সিরিজ কি অশ্বিনের জন্য বিশ্বকাপের ট্রায়াল? কী বললেন কোচ দ্রাবিড়

এক সাক্ষাৎকারে ভারতীয় কোচ বলেন, “আমরা সবাই জানি অশ্বিন কত বড় মাপের অফ স্পিনার। সেইজন্য ওকে দলে নেওয়া হয়েছে। দলে কেউ চোট পেলে আমরা সবসময় বিকল্প তৈরি রাখি। সেইজন্য অক্ষরের বদলে অশ্বিনকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছে। বাকিটা রোহিত ও বিরাট আলোচনা করবে। যাতে বিশ্বকাপের আগে যৌথভাবে সঠিক দল নিয়ে মাঠে নামতে পারে।”

R Ashwin: অজিদের সাথে সিরিজ কি অশ্বিনের জন্য বিশ্বকাপের ট্রায়াল? কী বললেন কোচ দ্রাবিড়

এরপর রোহিতের পাশে দাঁড়িয়ে দ্রাবিড় ফের যোগ করেছেন, “সব কিছু ট্রফি দিয়ে বিচার করা যায় না। রোহিত বিশ্বমানের অধিনায়ক। তবে দুর্ভাগ্যের ব্যাপার হল রোহিত এখনও পর্যন্ত সেরা দল পেল না। তবে আশাকরি এবার চাকা ঘুরবে।”

উল্লেখ্য, ১৫ জনের দলে নির্বাচনের সময় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রোহিত এবং মুখ্য জাতীয় নির্বাচক অজিত আগরকর। সেখানে স্বভাবতই অশ্বিনের কামব্যাক নিয়ে প্রশ্ন উঠেছিল। জবাবে রোহিত বলেছিলেন,

অজিদের সাথে সিরিজ কি অশ্বিনের জন্য বিশ্বকাপের ট্রায়াল? কী বললেন কোচ দ্রাবিড়

R Ashwin: অজিদের সাথে সিরিজ কি অশ্বিনের জন্য বিশ্বকাপের ট্রায়াল? কী বললেন কোচ দ্রাবিড়

“আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের অভিজ্ঞতা অপরিসীম। ৯৪টি টেস্টের সঙ্গে ১১৩টি একদিনের ম্যাচ খেলে ফেলেছে। সেটা ভেবেই অশ্বিনকে ফিরিয়ে আনা হল। ও মাঠে থাকলে যে কোনও অধিনায়ক চিন্তামুক্ত থাকে। সবকিছু ভেবেই ওকে ফের সুযোগ দেওয়া হল।”