অজিদের বিরুদ্ধে আজ নামছে ভারত, কেমন হতে পারে একাদশ
India is coming against Australia today

নজরবন্দি ব্যুরো: সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। ১৯৮৩, ২০১১। ওয়ান ডে ফরম্যাটে দু-বার বিশ্বকাপ জিতেছে ভারত। তবে আইসিসি ট্রফির খরা চলছে দীর্ঘদিন। শেষ বার ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। মাল্টি টিম ইভেন্টেও ট্রফি খরা চলছিল। পাঁচ বছর পর এশিয়া কাপে সেই খরা মিটেছে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

এ বার কি ঘরের মাঠে আইসিসি ট্রফির খরাও কাটবে? ২০১১ সালে ঘরের মাঠেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিশ্বকাপের আগে সব দিক ঠিক রয়েছে কিনা দেখে নিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ। আজ মোহালিতে প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

অজিদের বিরুদ্ধে আজ নামছে ভারত, কেমন হতে পারে একাদশ
অজিদের বিরুদ্ধে আজ নামছে ভারত, কেমন হতে পারে একাদশ

রোহিত না থাকায় ওপেনার হিসাবে তাঁর কাঁধে বড় দায়িত্ব থাকবে। ফর্মে রয়েছেন। এশিয়া কাপে রান পেয়েছেন। বিশ্বকাপের আগে সেই ফর্ম ধরে রাখার দিকেই নজর দিতে হবে তাঁকে। ঈশান কিশন শুভমনের সঙ্গী হিসাবে এই বাঁহাতি ব্যাটার চমক দেখাতেই পারেন। এশিয়া কাপে মিডল অর্ডারে খেলে রান পেয়েছেন।

INDvsAUS: অজিদের বিরুদ্ধে আজ নামছে ভারত, কেমন হতে পারে একাদশ

ওপেনার হিসাবে খেলতে পছন্দ করেন। এক দিনের ক্রিকেটে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি সূর্য। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি বিশ্বের এক নম্বর ব্যাটার। তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে তাঁকে।চার নম্বরে ভাবা হচ্ছিল শ্রেয়সকে। কিন্তু চোট সারিয়ে ফিরে রান পাননি তিনি। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে চার নম্বরে খেলতে পারেন তিনি। রোহিত এবং হার্দিক না থাকায় দলের অধিনায়ক রাহুল।

তাঁর উপর দলের দায়িত্ব যেমন থাকবে, তেমনই তাঁকে মিডল অর্ডারের ভরসা হয়ে উঠতে হবে। হার্দিক না থাকায় পেসার অলরাউন্ডার হিসাবে খেলতে পারেন শার্দূল। বিশ্বকাপের দলে আছেন তিনি। দলের সহ-অধিনায়ক জাডেজা। লোয়ার অর্ডারে দলকে ভরসা দিতে পারবেন। প্রয়োজনে উপরের দিকেও ব্যাট করতে পারেন।

INDvsAUS: অজিদের বিরুদ্ধে আজ নামছে ভারত, কেমন হতে পারে একাদশ

বিশ্বকাপের আগে অশ্বিনের সামনে বড় সুযোগ। অক্ষর চোট পাওয়ায় সুযোগ এসেছে তাঁর সামনে। অভিজ্ঞতা রয়েছে। দেড় বছর পর হঠাৎই ওয়ান ডে দলে ডাক পেয়েছেন অশ্বিন। স্কোয়াডে রয়েছেন আর এক অফস্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। প্রথম দু-ম্যাচে অশ্বিন সুযোগ পাবেন, নিশ্চিত করেছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। সাফল্য পেলে বিশ্বকাপের দলেও এন্ট্রি মিলতে পারে অশ্বিনের। চোট সারিয়ে ফিরে নিয়মিত উইকেট নিচ্ছেন।

অজিদের বিরুদ্ধে আজ নামছে ভারত, কেমন হতে পারে একাদশ

এশিয়া কাপের ফাইনালে প্রথম ওভারে উইকেট নিয়ে ধাক্কাটা দিয়েছিলেন তিনিই। এশিয়া কাপের ফাইনালে ছ’উইকেট নেওয়া সিরাজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। সিরাজের বদলে এই ম্যাচে খেলতে পারেন শামি। বাংলার পেসার দলের তৃতীয় পেসার হয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলে প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে নিজেকে ফিরিয়ে আনতে চাইবেন শামি। সব মিলিয়ে বিরাট,রোহিত ছাড়া ভারতের দল কেমন খেলে অজিদের বিরুদ্ধে সেটাই দেখে নিতে চাইছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট।