নজরবন্দি ব্যুরো: আজ ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৬৫ তম দিন (অধিবর্ষে ২৬৬)। বছর শেষ হতে আরও ১০০ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৯ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন
জন্ম
১৯৮৪- ব্রাজিলের ফুটবলার থিয়াগো সিলভা।
১৯৭৮- বাংলাদেশের ক্রিকেটার মেহরাব হোসেন।
১৯৭৬- শ্রীলঙ্কার ক্রিকেটার থিলান সামারাবীবা।
১৯৫৬- বাংলাদেশের শিক্ষাবিদ ও সমাজকর্মী আনু মহম্মদ।
১৯৪৫- মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা পল ল্য ম্যাট।
১৯৩৯- বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকো তাবেই।
১৯১৫- ইংরেজ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা আর্থার লো।
১৯০২- ব্রিটিশ মার্কিন অভিনেতা ও প্রযোজক জন হাউজম্যান।
মৃত্যু
২০১১- বাঙালি অভিনেতা বিভু ভট্টাচার্য।
২০১১- ভারতীয় ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি।
১৯৯৯- মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক জর্জ সি স্কট।
১৯৮৩- অগ্নিযুগের বিপ্লবী,সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদার।
১৯৭৯- বাঙালি শিল্পী এবং আধ্যাত্মিক বিষয়ক লেখক প্রমোদকুমার চট্টোপাধ্যায়।
১৯৭০- ভারতীয় বাঙালি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
৭১৬- দামেস্কের সম্রাট সুলায়মান।
ঘটনাবলী
১৯৯৭- সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।
১৯৯৩- আজকের দিনে পোল্যান্ডে কমিউনিস্ট প্রভাবিত গণতান্ত্রিক বাম জোট নির্বাচনে জয়ী হয়।
১৯৮০- ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।
১৯৬৫- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।
১৯৬০- দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করে।
১৯১৫- নদিয়া পৌরসভার নামকরণ করা হয় নবদ্বীপ পৌরসভা।
১৭৩৫- ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু করেন রবার্ট ওয়ালপোল।
১৪৯৯- বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
