শীতে উজ্জ্বল-কোমল ত্বক কে না চায়! নিয়মিত খান মরসুমি ফল ও সবজি

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ শীতে উজ্জ্বল-কোমল ত্বক কে না চায়! তার জন্য মেনে চলুন সাধারন কিছু টিপস্‌। প্রয়োজনে প্রচুর জল এবং ফলের রস খান। শীতকালে বিশেষ করে আমলকী খেতে পারেন। অত্যধিক তেল এবং ভাজাভুজি একেবারেই না এবং প্রয়োজন পড়লে বেশ কিছু সাপ্লিমেন্টস নিতে পারেন। শীতকালে যে সব ফল ও সবজি পাওয়া যায়, তা স্বাস্থ্যের ওপর দারুণ প্রভাব ফেলে, তাই নিয়মিত খান মরসুমি ফল ও সবজি। কিন্তু এই মরসুমি ফল ও সবজিগুলি ত্বকের ক্ষেত্রে কতটা সহায়ক জানেন?

আরও পড়ুনঃ বাইশ বিশ্বকাপের তোড়জোড় শুরু অস্ট্রেলিয়ায়, প্রকাশিত হল সময় সূচি

শীতকালের মরসুমি ফল: 

শীতে উজ্জ্বল-কোমল ত্বক কে না চায়! নিয়মিত খান মরসুমি ফল ও সবজি
শীতে উজ্জ্বল-কোমল ত্বক কে না চায়! নিয়মিত খান মরসুমি ফল ও সবজি

মোসাম্বিলেবু: শীতকালে ত্বক থেকে রোঁয়া বা আঁশ ওঠে। ভিটামিন সি জাদুবলে ত্বকের সব সমস্যার সমাধান করে ত্বককে সুরক্ষিত করে। মোসাম্বিলেবু পুষ্টি উপাদানের ভাণ্ডার এবং অর্ধেক গ্লাস মোসাম্বিলেবুর রসে মাত্র ৫২ পরিমাণ ক্যালোরি থাকে।

আপেল: আপেল আমাদের সারাদিনের জন্য সুস্থ-সবল-প্রাণবন্ত রাখে। আপেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফাইবার, ভিটামিন সি থাকে এবং আপেল হৃদরোগের ঝুঁকি কমায়।

কিউই: কিউই ফলের ভেতরে অনেক ধরণের পুষ্টিকর উপাদান থাকে, যেমন অধিক পরিমাণ পটাশিয়াম এবং ভিটামিন সি। রাতে নিশ্চিন্তে আরাম করে ঘুমনোর জন্য কিউই ফল অণুঘটকের কাজ করে।

নাশপাতি: নাশপাতি ফাইবার সমৃদ্ধ এবং অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে এবং কার্যকারীভাবে মেদ বাড়তে দেয় না।

বেরি: বেরির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত র‍্যাডিকেলের সঙ্গের লড়াই করে ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করে। যা ত্বকের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি বয়সের ছাপ পড়াও আটকায়।

শীতকালীন স্কোয়াস: শীতকালীন স্কোয়াশ সুস্বাদু ফল। ভিটামিন এ, পটাশিয়াম এবং ক্যারোটেনোয়েডে ভরপুর এই ফল সেপ্টেম্বরের শেষদিকে হয়।

শীতকালের মরসুমি সবজি: 

শীতে উজ্জ্বল-কোমল ত্বক কে না চায়! নিয়মিত খান মরসুমি ফল ও সবজি
শীতে উজ্জ্বল-কোমল ত্বক কে না চায়! নিয়মিত খান মরসুমি ফল ও সবজি

বাঁধাকপি: বাঁধাকপিতে যথেষ্ট পরিমাণ ভিটামিন কে থাকে এবং এটা কোলেস্টেরল কমাবার প্রাথমিক উপাদান। বাঁধাকপি ডায়াবেটিস এবং ক্যান্সারের ঝুঁকি কমায়।

ব্রাসেলস স্প্রাউট: ব্রাসেলস স্প্রাউটে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যান্সারের ঝুঁকি কমানোর সাথে অক্সিডেটিভ ক্ষতি প্রতিরোধ করে।

সেলেরি বা শাক: সেলেরি ফসফরাসের সমৃদ্ধ উৎস, যা হাড় ও দাঁত মজবুত করবার প্রধান কারণ। সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে। এছাড়া এর মধ্যে থাকা পুষ্টিকর উপাদান গুলি ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বীট: বীট ডিজেনারেটিভ রোগ আটকাতে সক্ষম। বীট আসলে ভিটামিন এ, বি এবং ভিটামিন সি ছাড়াও ফোলেটের ভাণ্ডার, যা ডিএনএ সংশ্লেষণে সহায়তা করে বলে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

গাজর: গাজরে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। শীতকালীন এই সবজির মধ্যে যে প্রোটিন রয়েছে যা ত্বকের কোলাজেন গঠনে সাহায্য করে। গাজরের মধ্যে ভিটামিন এ থাকে যা আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়।

মিষ্টি আলু: মিষ্টি আলুতে বিটা-ক্যারোটিন থাকে এবং এটা একাধারে চুলের বিকাশ-বৃদ্ধিতে সাহায্য করে, শরীরের চর্বি ঝরায় শরীরের সঠিক গঠন সুনিশ্চিত করে এবং ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। মিষ্টি আলু বহুমুখী ক্ষমতাসম্পন্ন সবজি যা আরও অনেক কারণে উপকারী।

ওলকপি: ওলকপি এক অর্থে ভিটামিন ভরতি ঝুড়ি। ওলকপিতে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস এবং খুব অল্প ক্যালোরি থাকে। টক্সিন দূর করতে এবং হজমে সাহায্য করে।

ব্রকোলি: ব্রকোলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক গঠনে সাহায্য করে।

সুষম খাদ্য তালিকা জীবনীশক্তি, আনন্দ এবং সক্রিয়তা দেয়। বুদ্ধি করে এই সব ফল এবং সবজির সাহায্যে শীতকালে পুষ্টি উপাদানে সমৃদ্ধ হয়ে সুস্থ-সবল মেজাজে কাটান।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বালুরঘাটে শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি-সহ অনেকে

বালুরঘাটে শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি-সহ অনেকে

ভোটের মাত্র এক সপ্তাহ আগে সেখানেরই বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বুথ সভাপতি রঞ্জিত সরকার-সহ প্রায় ৩০-৪০ জন জোড়াফুল কর্মী।
প্রথম দফায় নজির গড়ল বাংলা, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান এরাজ্যে, বিকেল ৫ টা পর্যন্ত কোথায় কত?

প্রথম দফায় নজির গড়ল বাংলা, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান এরাজ্যে, বিকেল ৫ টা পর্যন্ত...

নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, শুক্রবার প্রথম দফার ভোটে বিকেল ৫ টা পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহারে, ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫.৩৩ শতাংশ, জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস্যা নেই, সাফ জানালেন রোহিত

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস্যা নেই, সাফ জানালেন রোহিত

আমি সব সময় খেলতে আগ্রহী। দুই দেশের মধ্যে ক্রিকেট যুদ্ধ তখন দেখার মতো হবে। আমরা ওদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে খেলেছি। নিছক ক্রিকেটীয় ভিত্তিতে বলছি, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস‌্যা নেই।”
দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির 'সাজানো' ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির ‘সাজানো’ ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর ইন্ধনেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের। তাঁরা উদয়নের গাড়ি আটকে দিলেন।
সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

উত্তরবঙ্গের (North Bengal) উপরের কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িটে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের নীচের তিন জেলায় মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

Lifestyle and More...