Travel: দিঘা-মন্দারমণিতে ব্যাপক ভিড়! নির্জনতা খুঁজতে আসুন এই সমুদ্র সৈকতে

দিঘা-মন্দারমণিতে ব্যাপক ভিড়! নির্জনতা খুঁজতে আসুন এই সমুদ্র সৈকতে

নজরবন্দি ব্যুরো: সমুদ্র ভালোবাসেন এমন মানুষের সংখ্যা প্রচুর। কিন্তু দিঘা, মন্দারমণি, গোপালপুরের মত জায়গাগুলিতে পর্যটকদের অতিরিক্ত ভিড় যেন অনেকসময় ঘুরতে যাওয়ার ইচ্ছেটাই নষ্ট করে দেয়। একটু শান্ত-নিরিবিলি পরিবেশে সমুদ্র সৈকতে সময় কাটাতে চান অনেকেই। তাঁদের জন্য খোঁজ রইল এমন এক ঠিকানার। নির্জনতা উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন এখানে।

আরও পড়ুন: দিঘা-পুরী-মন্দারমণি একঘেয়ে! ঘুরে আসুন কলকাতার কাছে এই অফবিট সাগরপারে

কলকাতার কাছেই রয়েছে আজকের গন্তব্য দক্ষিণ পুরুষোত্তমপুর। এই অফবিট ডেস্টিনেশন এখনও অনেকের কাছেই অজানা। তাই দিঘা, মন্দারমণি, গোপালপুর, বকখালির মত ভিড় চোখে পড়বে না। ব্যস্ততা ভুলে ছুটি কাটাতে এই সমুদ্র সৈকতে ঘুরতে আসাই যায়। জনবহুল না হওয়ায় খুব বেশি হোটেল গড়ে ওঠেনি। তবে স্থানীয় কয়েকটি হোটেল এবং টেন্টের ব্যবস্থা রয়েছে।

দিঘা-মন্দারমণিতে ব্যাপক ভিড়! চলে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর

দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করার সুযোগ রয়েছে। সন্ধ্যে নামলেই ক্যাম্প ফায়ারের সঙ্গে বার্বিকিউ চিকেন উপভোগ করতে পারবেন। ক্যাম্পে গিয়ে আতিথেয়তায় মন ভরবে। এখানে আসতে হলে আগে থেকে বুকিং করে রাখাই ভালো। থাকার পাশাপাশি চারবেলা খাওয়া খরচ পড়বে মোট ১৫০০ টাকা।

দিঘা-মন্দারমণিতে ব্যাপক ভিড়! চলে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর
দিঘা-মন্দারমণিতে ব্যাপক ভিড়! চলে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর

কীভাবে যাবেন?

কলকাতা থেকে যেকোনও দিঘাগামী বাসে উঠে চাউলখোলা বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে বাঁদিকে গিয়ে ১৫-১৬ কিমি দক্ষিণে রয়েছে এই গন্তব্য। বাসস্ট্যান্ড থেকে অটো বা ট্রেকারে করে পৌঁছে যাওয়া যাবে। দিঘার থেকেও অল্প সময়ে পৌঁছে যাবেন দক্ষিণ পুরুষোত্তমপুর।

দিঘা-মন্দারমণিতে ব্যাপক ভিড়! চলে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর

দিঘা-মন্দারমণিতে ব্যাপক ভিড়! চলে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর
দিঘা-মন্দারমণিতে ব্যাপক ভিড়! চলে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর