রহস্য, রোমাঞ্চ পছন্দ করেন? এই পাহাড়ি গ্রামে এলেই শিউরে উঠবে গা

নজরবন্দি ব্যুরো: ‘দিপুদা’, দিঘা-পুরী-দার্জিলিং, তাই দার্জিলিং ঘুরতে যায়নি এমন ভ্রমণপ্রেমীদের সংখ্যা প্রায় হাতেগোনা। কিন্তু জানেন কি দার্জিলিংয়ের কাছে একটি পাহাড়ি গ্রাম রয়েছে যাকে ঘিরে রয়েছে নানা অলৌকিক গল্প। অ্যাডভেঞ্চার পছন্দ হলে ঘুরে আসতে পারেন।

আরও পড়ুন: Md Salim: পুলিশমন্ত্রী হয়ে পুলিশ কর্মীদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, হাওড়ার ঘটনায় মমতাকে আক্রমণ সেলিমের

Offbeat Destination: রহস্য, রোমাঞ্চ পছন্দ করেন? এই পাহাড়ি গ্রামে এলেই শিউরে উঠবে গা
রহস্য, রোমাঞ্চ পছন্দ করেন? ঘুরে আসুন ডাউ হিল

রহস্য, রোমাঞ্চ পছন্দ করেন? ঘুরে আসুন ডাউ হিল

Offbeat Destination: রহস্য, রোমাঞ্চ পছন্দ করেন? এই পাহাড়ি গ্রামে এলেই শিউরে উঠবে গা
রহস্য, রোমাঞ্চ পছন্দ করেন? ঘুরে আসুন ডাউ হিল

আজকের গন্তব্য ডাউ হিল। বিগত কিছু সময় অফবিট ডেস্টিনেশনের তালিকায় আলাদা জায়গা তৈরি করেছে এই হিল স্টেশন। দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। ডাউ হিলের সম্পূর্ণটা জুড়েই রয়েছে ভুতুড়ে কাহিনী। শোনা যায়, দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার এই হিল স্টেশনে কখনোই ভুতুড়ে ক্রিয়াকলাপ বন্ধ হয় না। মৃত্যুর রাস্তা, মুণ্ডহীন ভূত এবং আরও অনেক গল্প ঘিরে রয়েছে এই ছোট্ট গ্রামটিকে। ডাউ হিলের মধ্যে অবস্থিত ‘ডেথ রোড’ বা ‘মৃত্যুর রাস্তা’-এ নাকি অনেকেই মুণ্ডহীন ভূতের দেখা পেয়েছেন।

Offbeat Destination: রহস্য, রোমাঞ্চ পছন্দ করেন? এই পাহাড়ি গ্রামে এলেই শিউরে উঠবে গা

তবে ডাউ হিলের সৌন্দর্য কিন্তু নজরকাড়া। সুন্দর পাহাড়ি রাস্তা, অর্কিডের বাগান, চা বাগান- এককথায় চোখ ধাঁধানো একটি ব্যাপার।