বিরাট আমায় কোচ হবার প্রস্তাব দিয়েছিল, বিস্ফোরক বীরেন্দ্র সহবাগ, তোলপাড় ভারতীয় ক্রিকেট
Virat offered to coach me, the explosive Virender Sehwag,

নজরবন্দি ব্যুরো: ভারতীয় ক্রিকেটে কোচের ক্ষমতা বেশি নাকি অধিনায়কের, এই চর্চা দীর্ঘ। কোচ বাছাইয়ের ক্ষেত্রে যে অধিনায়কের বড় হাত থাকে, এ বিষয়ে সন্দেহ নেই। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কোচ-অধিনায়ক বিতর্কও রয়েছে বেশ কিছু। এর মধ্যে শীর্ষে থাকবে নিঃসন্দেহে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বনাম গ্রেগ চ্য়াপেল অধ্য়ায়।

আরও পড়ুনঃ ভারত-পাক সিরিজ শুরুর জন্য মোদীর কাছে কাতর আবেদন আফ্রিদির

বিরাট আমায় কোচ হবার প্রস্তাব দিয়েছিল, বিস্ফোরক বীরেন্দ্র সহবাগ, তোলপাড় ভারতীয় ক্রিকেট
বিরাট আমায় কোচ হবার প্রস্তাব দিয়েছিল, বিস্ফোরক বীরেন্দ্র সহবাগ, তোলপাড় ভারতীয় ক্রিকেট

ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্য়াপেলকে নিয়ে এখনও আলোচনা হয়। তেমনই আরও একটা অধ্য়ায় আলোচনায় থাকবে। বিরাট কোহলি এবং অনিল কুম্বলে। কিংবা বলা যায়, বিরাট কোহলি বনাম অনিল কুম্বলে। সেই অধ্যায়ে ঠিক কী ঘটেছিল? বীরেন্দ্র সহবাগ দাবি করেছেন, ভারতীয় দলের কোচ হওয়ার অনুরোধ পেয়েছিলেন বিরাটের কাছ থেকে। তবু ভারতের কোচ হননি তিনি।

বিরাট আমায় কোচ হবার প্রস্তাব দিয়েছিল, বিস্ফোরক বীরেন্দ্র সহবাগ, তোলপাড় ভারতীয় ক্রিকেট

বিরু জানিয়েছেন, “কোহলি এবং তৎকালীন বোর্ড সচিব অমিতাভ চৌধুরি আমাকে অনুরোধ করেন। আমাদের একটা বৈঠক হয়েছিল যেখানে চৌধুরি আমায় জানিয়েছিল, কোহলি এবং কুম্বলের মধ্যে সব কিছু ঠিক ঠাক নেই। তাই ওরা আমাকে চায়।

বলেছিল, ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির পর কুম্বলের মেয়াদ শেষ হয়ে যাবে। তার পরে আমি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ় যেতে পারি। আমি ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদনই করতাম না, যদি বিরাট কোহলি ও অমিতাভ চৌধুরি আমাকে কোচ না হওয়ার প্রস্তাব দিতেন।’

বিরাট আমায় কোচ হবার প্রস্তাব দিয়েছিল, বিস্ফোরক বীরেন্দ্র সহবাগ, তোলপাড় ভারতীয় ক্রিকেট

বিরাট আমায় কোচ হবার প্রস্তাব দিয়েছিল, বিস্ফোরক বীরেন্দ্র সহবাগ, তোলপাড় ভারতীয় ক্রিকেট

উল্লেখ্য, কুম্বলের পর কোচ হিসাবে ভারতীয় দলের সঙ্গে মোট দুই দফায় শাস্ত্রী টানা পাঁচ বছরের কেরিয়ার ছিল রীতিমতো তারিফ করার মতো। লাল বলের ক্রিকেটে তাঁর টিম বিশ্বে দাপট দেখিয়েছিল। যদিও সাদা বলের ক্রিকেটে শাস্ত্রীর শিষ্যরা কোনও আইসিসি-র ট্রফি জিততে পারেনি। শাস্ত্রী জামানা শেষ হওয়ার পর এখন বিরাট-রোহিতদের দায়িত্বে আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়।