রেল মানচিত্রে আরও এক ঐতিহাসিক অধ্যায় যোগ হতে চলেছে বাংলাকে কেন্দ্র করে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা—দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটবে কলকাতা থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত। রাতভর সফরের জন্য পরিকল্পিত এই অত্যাধুনিক ট্রেন শুধু গতির নয়, বরং আরাম, সুরক্ষা ও মধ্যবিত্ত-বান্ধব ভাড়ার নতুন সংজ্ঞা তৈরি করতে চলেছে। বাংলার একাধিক গুরুত্বপূর্ণ জেলা ছুঁয়ে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলবে এই স্লিপার বন্দে ভারত।
রেল সূত্রে জানা গিয়েছে, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনটির যাত্রা শুরু হবে হাওড়া স্টেশন থেকে। সেখান থেকে বাংলা পেরিয়ে অসমে প্রবেশ করবে ট্রেনটি। রুট ম্যাপ অনুযায়ী, ট্রেনটি হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি এবং কোচবিহার—এই ছ’টি জেলা ছুঁয়ে পৌঁছবে অসমের বনগাইগাঁও ও কামরূপ মেট্রোপলিটান জেলায়। এর ফলে কলকাতা ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে রাতের যাত্রা অনেকটাই সহজ ও আরামদায়ক হবে।

রেলের দাবি, কম খরচে উন্নত পরিষেবা দেওয়াই এই স্লিপার বন্দে ভারত চালুর মূল উদ্দেশ্য। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন আধুনিক রেল পরিষেবায় এক বড় পদক্ষেপ বলে মনে করছে রেল মন্ত্রক।
গতি পরীক্ষায় ‘ফুল মার্কস’
কয়েক দিন আগেই নয়া বন্দে ভারত স্লিপার ট্রেনের ওয়াটার টেস্ট হয় কোটা–নাগদা সেকশনে। সেই পরীক্ষার ভিডিও নিজেই সমাজমাধ্যমে শেয়ার করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভিডিওতে দেখা যায়, ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটলেও গ্লাসের জল এক ফোঁটাও নড়েনি—যা ট্রেনের স্থিরতা ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রমাণ। এই পরীক্ষায় সফল হওয়ার পরই গুয়াহাটি–কলকাতা বন্দে ভারত স্লিপার চালুর ঘোষণায় সিলমোহর দেন রেলমন্ত্রী।
ভাড়া কত হতে পারে?
যদিও এখনও সরকারি ভাবে টাইমটেবিল ঘোষণা হয়নি, তবে ভাড়ার সম্ভাব্য কাঠামো ইতিমধ্যেই সামনে এসেছে। রেল সূত্রে জানা যাচ্ছে—


-
এসি থ্রি টায়ার: প্রায় ২,৩০০ টাকা
-
এসি টু টায়ার: প্রায় ৩,০০০ টাকা
-
ফার্স্ট ক্লাস এসি: প্রায় ৩,৬০০ টাকা
এই ভাড়া মধ্যবিত্ত যাত্রীদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলেই ইঙ্গিত রেলের।
কী কী সুবিধা মিলবে?
১৬ কোচের এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। ট্রেনটিতে থাকছে—
-
১১টি এসি থ্রি-টায়ার কোচ
-
৪টি এসি টু-টায়ার কোচ
-
১টি ফার্স্ট ক্লাস এসি কোচ
একসঙ্গে প্রায় ৮২৩ জন যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন। নিরাপত্তার জন্য থাকছে কবচ প্রযুক্তি, এমার্জেন্সি টক-ব্যাক সিস্টেম-সহ আধুনিক সমস্ত রেল সুরক্ষা ব্যবস্থা।
কবে উদ্বোধন?
রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে পারে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে ১৭ বা ১৮ তারিখেই উদ্বোধন হতে পারে এই বহু প্রতীক্ষিত ট্রেনের।
সব মিলিয়ে, বাংলার রেল যাত্রীদের জন্য এটি শুধু নতুন একটি ট্রেন নয়—বরং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা।








