হিন্দুমতে বিয়ে করলেন উরফি, ছবি সামনে আসতেই হইচই কাণ্ড
Urfi got married in Hindu style

নজরবন্দি ব্যুরোঃ উরফি জাভেদ বরাবরই তার পোশাকের জন্য খবরের শিরোনামে উঠে থাকে। ফের তিনি খবরের শিরোনামে, তবে এবার আর পোশাকের জন্য নয়। নেপথ্যে রয়েছে অন্য কারন। এবার বিয়েই করে ফেললেন অভিনেত্রী। তাও আবার হিন্দুমতে। এই ঘটনাটি কি সত্য নাকি নিছকই গুজব।

আরও পড়ুনঃ পাঁচ বছর পর সামনে এলো শ্রীদেবীর মৃত্যু রহস্য, ফাঁস করলেন খোদ বনি কপূর

সম্প্রতি উরফির ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে সামনে উরফি এবং তার সাথেই এক পুরুষ। কিন্তু তাকে ভালভাবে দেখা যাচ্ছে না। তিনি হোমকুণ্ডের সামনে পুজো করছেন। সাথে রয়েছেন একজন পুরোহিতও এই ছবি দেখা মাত্রই চাঞ্চল্য পরে যায় এলাকায়। অনেকেই মনে করছেন ওই ব্যাক্তি উরফির স্বামী। এবং তারা দুজনে নাকি হিন্দুমতে বিয়ে করছেন।

Urfi Javed: হিন্দুমতে বিয়ে করলেন উরফি, ছবি সামনে আসতেই হইচই কাণ্ড

তবে এই বিষয়ে উরফি এখনও অবধি মুখ খোলেননি। পোশাক খোলামেলা হলেও উরফির ব্যাক্তিগত জীবন কিন্তু খোলামেলা নয়। তিনি তার ব্যাক্তিগত জীবন গোপনে রাখতেই পছন্দ করেন। তবে কি বিয়ের খবরও গোপনে রাখতে চাইছেন ভাইরাল কুইন?

হিন্দুমতে বিয়ে করলেন উরফি, সামনে ছবি

Urfi Javed: হিন্দুমতে বিয়ে করলেন উরফি, ছবি সামনে আসতেই হইচই কাণ্ড

এখনও অবধি এই বিষয়ে কোন মন্তব্য করতে দেখা যায়নি উরফিকে। এবার শুধু উরফির মুখ খোলার অপেক্ষা। অনুরাগীরা এখন এই খুশির খবর শোনার অপেক্ষাতেই বসে রয়েছেন। উরফির বোনও এই ছবি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেন। ফলে এই খবর সত্যি হতে পারে বলে আশা করছেন নেটিজেনমহল।