ইডেনেও কি বৃষ্টির কোপে কেকেআর, কী বলছে হাওয়া অফিস
tody rain at Eden, Know the weather forecast

নজরবন্দি ব্যুরো: প্রথম ম্যাচে বৃষ্টির কারণে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে হেরেছেন নীতীশ রানারা।

আরও পড়ুন: ATK Mohunbagan: সুপার কাপের পরেই সবুজ-মেরুন ছাড়ছেন এই আইএসএল জয়ী, মিলল ইঙ্গিত

KKR: ইডেনেও কি বৃষ্টির কোপে কেকেআর? কী বলছে হাওয়া অফিস

আজ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। সেই ম্যাচেও কি বৃষ্টি হতে পারে? কী বলছে আবহাওয়া দফতর?

KKR: ইডেনেও কি বৃষ্টির কোপে কেকেআর? কী বলছে হাওয়া অফিস

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন আকাশ থাকবে মূলত শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। প্রথম ৭২ ঘন্টায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। তার পর উষ্ণতার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। দক্ষিণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কমেছে। পশ্চিম থেকে শুষ্ক বায়ু ঢুকছে। সে কারণেই বাড়তে পারে তাপমাত্রা।

ইডেনেও কি বৃষ্টির কোপে কেকেআর, জানুন আবহাওয়ার পূর্বাভাস

KKR: ইডেনেও কি বৃষ্টির কোপে কেকেআর? কী বলছে হাওয়া অফিস
ইডেনেও কি বৃষ্টির কোপে কেকেআর, জানুন আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কা নেই। সেটা ভাল খবর কেকেআর সমর্থকদের জন্য। তবে একদম আশঙ্কা নেই তা নয়। কারণ, সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। অর্থাৎ, খেলা শেষ হবে ১১টার পরে। সে ক্ষেত্রে অল্প হলেও আশঙ্কা থাকছে। কারণ, গত কয়েক দিনে দেখা গিয়েছে, রাতের দিকে ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। সেটা মূলত স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে হয়েছে। যত গরম বাড়বে তত সন্ধ্যার পরে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকে। তাই একটু হলেও আশঙ্কা থেকে যাচ্ছে।