নজরবন্দি ব্যুরো: বিগত ২-৩ দিন ধরেই রাজ্য জুড়ে আকাশের মুখভার। প্রায় সারাদিনই মেঘলা আকাশ। ভারী বর্ষণ না হলেও সারাদিন ধরেই একটানা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা নগরী। আর এই বৃষ্টির দাপট এখনই কমার নয়। অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বজায় থাকবে।
আরও পড়ুন: Weather Update: নিম্নচাপের প্রভাবে বাংলায় দুর্যোগের আশঙ্কা! উত্তর-দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তাছাড়াও আজ, দু’এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৯৮ শতাংশ এবং ৮৬ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বজায় থাকবে। পাশাপাশি এই নিম্নচাপের জেরেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। তাছাড়াও এই বৃষ্টির রেশ থাকতে পারে আগামী সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের পাশাপাশি নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও।
এদিকে, বৃহস্পতিবার প্রায় সারা দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার বিক্ষিপ্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।