আইপিএল এ প্রবেশ নতুন দলের,মালিকানার দৌড়ে আদানি,সঞ্জীব গোয়েঙ্কা থেকে দক্ষিনী অভিনেতা
আইপিএল এ প্রবেশ নতুন দলের,মালিকানার দৌড়ে আদানি,সঞ্জীব গোয়েঙ্কা থেকে দক্ষিনী অভিনেতা

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল এ প্রবেশ নতুন দলের,মালিকানার দৌড়ে আদানি,সঞ্জীব গোয়েঙ্কা থেকে দক্ষিনী অভিনেতা । করোনা পরিস্থিতিতে এবার আরবদেশে আইপিএল আয়োজন করেছে ভারতীয় বোর্ড।তবে দর্শকশূন্য মাঠে খেলা হয় সম্পূর্ণ বায়ো বাবল পরিবেশে খেলা হয়েছে। টুর্নামেন্ট শেষের পর থেকেই কানাঘুষো চলছে এবছরের বিপুল ক্ষতি তুলতে সামনেবার বাড়ানো হতে পারে তিম।কেও বলছেন ৯ টিমে হবে আগামী আইপিএল। আবার কেউ বলছেন আরও দুটি দল যোগ হতে পারে।

আরও পড়ুনঃবোর্ড প্রেসিডেন্ট কে ভুলে আইপিএল আয়োজনের জন্য জয় শাহকে ধন্যবাদ জানালেন অম্বানি পুত্র আকাশ

সেক্ষেত্রে ১০ দলের খেলা হবে আগামী আইপিএলে। বোর্ড থেকে এখনও কিছু নিশ্চিত করা না হলেও এনসিএ প্রধান রাহুল দ্রাবিডও টিম বাড়ার ইঙ্গিত করেছেন।সূত্রের খবর, আগামী মরশুমে আইপিএলের দল যে বাড়ানো হবে, তা প্রায় নিশ্চিত। ইতিমধ্যেই একাধিক নামী সংস্থা আইপিএলের নতুন দল কেনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তালিকায় নাম আছে আদানি গ্রুপ ,আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের মতো নামী সংস্থার। টিম কেনার দৌড়ে আছেন দক্ষিনী অভিনেতা মোহনলালও।করোনার কারণে এবছরের আইপিএল মার্চ থেকে পিছিয়ে দিতে হয়েছে সেপ্টেম্বরে। বিদেশে দর্শকশূন্য মাঠে, বায়ো বাবলে ক্রিকেটারদের রেখে টুর্নামেন্টের আয়োজন করতে হয়েছে বোর্ডকে।

যা আর্থিকভাবে ধাক্কা দিয়েছে। সেকারণেই নাকি আগামী আইপিএলে আহমেদাবাদ থেকে একটি দল ঢোকাতে চাইছে বিসিসিআই। বোর্ড সরকারিভাবে এখনও কোনও ইঙ্গিত না দিলেও, আগামী আইপিএলের নিলাম পর্ব কীভাবে সম্পূর্ণ করা হবে, তা জানানোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছে। সূত্রের খবর, আগামী আইপিএলের ফরম্যাট, দলের সংখ্যা এবং নিলাম পর্ব ফ্র্যাঞ্চাইজিগুলিকে আগামী মাসে জানাবে বিসিসিআই।এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, অতদিন নয়, উত্‍সবপর্ব মিটলেই বোর্ড সবটা স্পষ্ট করে দেবে।

নতুন দলের জন্য টেন্ডার ডাকা হবে আগামী কয়েক দিনের মধ্যেই। আর সেটা যদি হয়, তাহলে এই মেগা টুর্নামেন্টে বিনিয়োগের জন্য প্রস্তুত বহু সংস্থা। এদের মধ্যে সবচেয়ে বড় নাম আদানি গ্রুপ। আবার আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের নামও শোনা যাচ্ছে। আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ একটা সময় আইপিএলের রাইজিং পুণে সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিল। এবার দল কিনলে আইপিএলে তাঁদের কামব্যাক হবে। এছাড়াও দক্ষিণী অভিনেতা মোহনলালও নাকি আইপিএলের দল কিনতে আগ্রহী।

আইপিএল এ প্রবেশ নতুন দলের,মালিকানার দৌড়ে আদানি,সঞ্জীব গোয়েঙ্কা থেকে দক্ষিনী অভিনেতা ।সদ্য শেষ হওয়া আইপিএলের ফাইনাল ম্যাচে স্টেডিয়ামে দেখাও গিয়েছিল তাঁকে। শোনা যাচ্ছে, তিনি নাকি বাইজু’র সঙ্গে গাঁটছড়া বেঁধে আইপিএলে দল কেনার চেষ্টা করবেন। তবে সবটাই জল্পনার স্তরে।