বেড নেই, শ্বাসকষ্ট নিয়ে অপেক্ষায় থেকে গাড়িতেই মৃত্যু তরুণীর।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বেড নেই, এই একটা কথা আর আতঙ্ক নিয়ে ঘুরছে দেশের সব মানুষ।  শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছেন মানুষ। বাড়ি বা গাড়িতেই মৃত্যু হচ্ছে রোগীর। ঝড়ের বেগে বাড়ছে দেশে করনার দ্বিতীয় ঢেউ। বাড়ছে মৃত্যু মিছিল। চারপাশে হাহাকার আর আতঙ্ক নিয়ে বেঁচে আছে একটা গোটা দেশ। অক্সিজেন আর বেডের অভাবে মরছে একটা গোটা দেশ। অবস্থা এতোটাই শোচনীয় একদিকে প্রশাসন প্রতিস্থাপন করছেন অক্সিজেন প্লান্ট তো অন্যদিকে সমান্তরাল ভাবে বাড়ানো হচ্ছে শ্মশানের চুল্লি।

আরও পড়ুনঃ রাজভবনে মিঠুন, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী পদে তিনিও দাবিদার?

প্রতি মুহুর্তে প্রিয়জনদের হারানোর আতঙ্ক নিয়ে বাঁচছে একটা গোটা দেশ। অক্সিজেন আর বেডের অভাবে মরছে একটা গোটা দেশ। ভারতের এই চরম দুর্দিনে সকল প্রতবেশী দেশ অক্সিজেন থেকে কিট সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিলেও পরস্থিতি এখনো হাতের বাইরে। দেশের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে। চারপাশে হাহাকার, ভেঙে পড়ছেন প্রশাসনিক কর্তারা।

এই খুব খারাপ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন তাঁর রাজ্যে কোথাওকমতি নেই অক্সিজেনের, ঘাত্তি নেই হাসপাতালের বেডের। অথচ দিন যত এগোচ্ছে ততোই ফুটে উঠছে নিদারুন চিত্র। উত্তর প্রদেশের নয়ডায় বেডের জন্য হন্যে হয়ে ঘুরে তীব্র শ্বাসকষ্ট নিয়ে অপেক্ষা করতে করতে পার্কিং লটে গাড়ির মধ্যেই প্রাণ হারিয়েছেন এক তরুণী।

ঘটনা স্থল উত্তর প্রদেশের নয়ডা। স্থান, গভর্নমেন্ট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এর পার্কিং লট।মৃত মহিলার নাম জাগৃতি গুপ্ত।  মধ্যপ্রদেশের বাসিন্দা জাগৃতি গ্রেটার নয়ডার ইঞ্জিনিয়ার। দুই ছেলেকে নিয়ে তাঁর স্বামী মধ্যপ্রদেশেই ছিলেন। নয়ডায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। করোনায় আক্রান্ত জাগৃতী প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। অনবস্থার অবনতি হওয়ায় তাঁর বাড়ির মালিক নিয়ে যান হাসপাতালে।

কিন্তু বহুক্ষণ খোজার পরেও মেলেনি বেড। গাড়িতেই শ্বাসকষ্ট নিয়ে অপেক্ষা করছিলেন জাগৃতি। দুপুর সাড়ে ৩টে নাগাদ রিসেপশন থেকে গাড়িতে জাগৃতিকে দেখতে আসেন ওই ব্যক্তি। গিইয়ে দেখেন সেখানে আসনের উপর জাগৃতিকে লুটিয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে ফের রিসেপশনে ছুটে যান ওই ব্যক্তি। হাসপাতালের কয়েক জন কর্মী তাঁর সঙ্গে বাইরে বেরিয়ে এসে জাগৃতিকে মৃত বলে ঘোষণা করেন।

বেড নেই, শ্বাসকষ্ট নিয়ে অপেক্ষায় থেকে গাড়িতেই মৃত্যু তরুণীর।  পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। নয়ডায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ২০০। গত ২৪ ঘণ্টায় সেখানে ২১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বারবার উন্নুমক্ত হচ্ছে দেশের এবং রাজ্যের করুণ অবস্থা। যদিও এই ঘটনা নিয়ে এখনো কোন মন্তব্য করেনি হাসপাতাল।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নজর কাড়লেন 'কমরেড' অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

নজর কাড়লেন ‘কমরেড’ অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

আর এদিন অধীরকে কেউ আগে থেকে না চিনলেই ধরতেই পারতেন না যে তিনি কংগ্রেস নেতা। কাস্তে-হাতুড়ি-তারার সাদা উত্তরীয় গলায় দিয়ে অধীরকে কোনও অংশেই 'কমরেড'-এর চেয়ে কম মনে হয়নি। বরং মনে হচ্ছিল তিনি যেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতা!
এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

আমাদের দিদা ঠাকুমারা বলতেন, টক খেলে গায়ে রোদ লাগে না। কথাটা একদমই ভুল নয়। শরীর ঠাণ্ডা করতে সাহায্য করে কাঁচা আম। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কম। জেনে নিন কীভাবে বানাবেন?
জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

ভোট বড় বালাই! জনগণের আস্থা অর্জন করতে যে কখন কি করতে হয় জনপ্রতিনিধিদের তা তাঁরা নিজেও জানেন না। ঠিক সেরকমই বিরল দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ায়। সেখানের বিদায়ী সাংসদ সুভাষ সরকার একেবারে মগে করে জল নিয়ে রীতিমতো যত্নের সঙ্গে স্নান করিয়ে দিলেন এক ভদ্রলোককে!
রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

আগামীকাল, শুক্রবার থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। এবার শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। 
'ঘরছাড়া' শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

‘ঘরছাড়া’ শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

এবার নাম জড়াল বিটকয়েন জালিয়াতি মামলায়। এর জেরে তারকা দম্পতির একশো কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। যার মধ্যে শিল্পা ও রাজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।

Lifestyle and More...