নজরবন্দি ব্যুরো: বুধবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। আর ঠিক তার কয়েক ঘণ্টা আগেই ক্ষতিপূরণের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্যে করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রীতিমত প্রশ্ন করে বললেন, ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণের টাকা কোথায় পাচ্ছে রাজ্য?
আরও পড়ুন: ‘তর্ক-বিতর্কের সময় নয়’, করমণ্ডল বিপর্যয়ে CBI তদন্ত প্রসঙ্গে ‘চুপ’ মমতা
The West Bengal Government is paying compensation to the Coromandel Express Accident Victims from the Building and Other Construction Workers’ Welfare Board's (BOCWWB) funds.
In simple words, @MamataOfficial is snatching the funds meant for the welfare of the Building & Other… pic.twitter.com/E4yuE08qPr
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 7, 2023
সূত্রের খবর, বুধবার চাঞ্চল্যকর অভিযোগ তুলে ট্যুইটে সরব হয়েছেন বিরোধী দলনেতা। ট্যুইটে শুভেন্দু লেখেন, “নির্মাণ শ্রমিক কল্যাণের টাকা রেল দুর্ঘটনার সহায়তায় দেবে রাজ্য সরকার। তাহলে যারা এই তহবিলের আসল উপভোক্তা, তাঁরা বঞ্চিত হবে।” যদিওবা এর আগে তিনি জানিয়েছিলেন যে, রাজ্য সরকার আর্থিক সহায়তা দিক, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিল থেকে কেন অর্থ খরচ হবে? সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু।

শুধু তাই নয়, ট্যুইটে শুভেন্দু অধিকারী আরও লেখেন, রাজ্য সরকার বগটুই ঘটনার পরেও মিড-ডে মিলের তহবিল থেকে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে ছিল। বারংবার কেন রাজ্য সরকার অন্যান্য তহবিল থেকে টাকা নিয়ে অন্যকাজে ব্যবহার করবে?” এই রকমের একাধিক প্রশ্ন তুলেই এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, ট্রেন দুর্ঘটনায় প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যান মমতা। আহতদের চিকিৎসায় যেন কোনও রকমের গাফিলতি না থাকে সেই ব্যাপারেও একাধিক নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। এরপরেই দুর্ঘটনায় মৃত্যু এবং আহত হয়েছেন তাঁদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। আর আজ, বুধবার সেই মতেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে।