নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। দুই দিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি৷ ভর্তি ছিলেন আমেদাবাদের একটি হাসপাতালে। শুক্রবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। ইতিমিধ্যেই দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে তাঁর বঙ্গ সফর ঘিরে সংশয় দেখা দিয়েছে৷
আরও পড়ুনঃপ্রয়াত ফুটবল সম্রাট পেলে,বিশ্ব জুড়ে শোকের ছায়া
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সকালেই দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন৷

মায়ের মৃত্যুতে শোকাহত মোদির ট্যুইট, ঈশ্বরের চরণে বিশ্রাম করছে একটা উজ্জ্বল শতবর্ষ। মায়ের মধ্যে আমি সবসময় এক তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন অনুভব করেছি।
প্রয়াত প্রধানমন্ত্রীর মা, বঙ্গ সফরে আসা নিয়ে সংশয়
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০ টা নাগাদ বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এবং জোকা-তারাতলা মেট্রো উদ্বোধনের কথা ছিল৷ সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। যা নিয়ে শহরজুড়ে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। এখন সমস্ত কিছু ঘিরে নতুন করে সংশয় দেখা দিয়েছে।