19th জানুয়ারি, 2026 (সোমবার) - 1:09 অপরাহ্ন
23 C
Kolkata

আবার অসুস্থ প্রবীণ তৃণমূল সাংসদ, হঠাৎ শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি সৌগত রায়

হঠাৎ শারীরিক অস্বস্তিতে রবিবার রাতে হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ সৌগত রায়। অতীতেও একাধিকবার অসুস্থ হয়ে চিকিৎসাধীন হতে হয়েছে তাঁকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই ফের শারীরিক অসুস্থতা ভোগালেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার রাতে আচমকা শারীরিক অস্বস্তি অনুভব করায় তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। একের পর একবার অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হওয়ায় উদ্বেগ বেড়েছে পরিবার ও দলীয় শিবিরে। যদিও হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Sougata Roy-এর পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দিনভরই কিছুটা অসুস্থ বোধ করছিলেন তিনি। রাতে শারীরিক অস্বস্তি বাড়তেই ঝুঁকি না নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন দমদমের এই সাংসদ।

এটি প্রথম নয়। গত জুলাই মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌগত রায়কে। তাঁর টাইপ-টু ডায়াবিটিস রয়েছে বলে জানা যায়। তার আগের মাস, জুনেও বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চলতি বছরের এপ্রিল মাসে আড়িয়াদহে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে নামতেই অসুস্থ হয়ে পড়েন সাংসদ। তখন তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে পেসমেকার বসাতে হয়।

শুধু তাই নয়, গত বছর মার্চ মাসে সংসদের অধিবেশন চলাকালীন দিল্লিতেও অসুস্থ বোধ করেছিলেন সৌগত রায়। বয়সজনিত ও দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে তাঁকে নিয়মিত চিকিৎসকদের নজরে থাকতে হচ্ছে। তা সত্ত্বেও সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থিত ছিলেন প্রবীণ এই সাংসদ।

দলীয় সূত্রে জানানো হয়েছে, আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকতে বলা হয়েছে তাঁকে। রাজনৈতিক মহলে পরিচিত এই প্রবীণ নেতার দ্রুত আরোগ্য কামনা করে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading