নজরবন্দি ব্যুরো: গত কয়েকদিনে একের পর পর বাজি থেকে বিস্ফোরণ ঘটছে রাজ্যে। যার জেরে ৭ দিনে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। প্রতিক্ষেত্রেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে লাগাতার বিস্ফোরণের ব্যাখ্যা দিতে গিয়ে গরমকেই দায়ী করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
আরও পড়ুন: আগামীকাল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?
তিনি বলেন, এই তীব্র গরমে ‘পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইড’ বাইরে রেখে দিলে বিস্ফোরণ হতেই পারে। সৌগত রায় আরও জানিয়েছেন, রাজ্যের আরও ৩৮ হাজার গ্রামে কোথায় কোথায় বোমা রয়েছে, এটা পুলিসের পক্ষে জানা সম্ভব নয়। সাংসদের এই মন্তব্যের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আর এই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।
এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমরা সবাই জানি বাজি একটা শিল্প। বাজি তৈরি হয়। নিজেরা কিনি, পোড়াই। এখন বাজি কারখানা শুনলেই বিভিন্ন উক্তি শোনা যাচ্ছে। বোমার কথা আসছে, এটা কেন? আর বাজি কারখানায় তো আর বিরিয়ানির মশলা পাওয়া সম্ভব নয়”।

আর তৃণমূল নেতাদের এই মন্তব্যের পর পাল্টা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, উনিতো সায়েন্টিস্ট উনি বলতে পারবেন। প্রশ্ন হচ্ছে বোমাটা এলো কোথা থেকে? বোমা কেন ফেটেছে সেটা জানি না।
বাজি বিস্ফোরণের ব্যাখ্যা দিয়ে বিতর্কে প্রফেসার সৌগত, পাল্টা দিলেন দিলীপও
এমন শক্তিশালী বোমা, এত অবৈধ কারখানা কেন তৈরি হচ্ছে? পুলিস জানার পরেও কেন চলছে? বোমা গরমে ফাটুক আর ঠান্ডায় ফাটুক, যেসব মানুষ মারা যাচ্ছে তার দায় কে নেবে?