খোলা বাজারেই মিলবে এবার LIC’র শেয়ার । বিমাক্ষেত্রে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র
খোলা বাজারেই মিলবে এবার LIC’র শেয়ার । বিমাক্ষেত্রে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র

নজরবন্দি ব্যুরোঃ খোলা বাজারেই মিলবে এবার LIC’র শেয়ার । গত একবছর ধরে করোনা কালে প্রচুর ক্ষতি হয়েছে দেশের অর্থনীতির। কোভিড পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে নিম্নগামী হয়েছে ভারতের অর্থনীতি। সেই পরিস্থিতির সামাল দিতেই বেসরকারিকরণ এবং বিদেশি বিনিয়োগের উপর ভরসা রাখতে চাইছে কেন্দ্র । এবং এই মুহুর্তে দেশের বিমাক্ষেত্রে বিরাট বিদেশী বিনিয়োগের উপর ভরসা রাখছে কেন্দ্র।  একইসঙ্গে এলআইসির আয় বাড়াতে খোলা বাজারে শেয়ার বিক্রির ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরামণ। 

আরও পড়ুনঃ কৃষকদের জন্য বাজেটে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী।

আজ সোমবার অতিমারী পরিস্থিতিতে প্রথমবার পেপারলেস বাজেট পরিবেশন করছেন নির্মলা সিতারামন। বাজেত পেশের আগেই জানিয়েছিলেন দেশের লক্ষ্যই আত্মনির্ভরতা। সেই প্রেক্ষিতেই এবার বিমা ক্ষেত্রে বিনিয়োগের মাত্রা আরও বাড়িয়ে দিল কেন্দ্র।  এবারের অধিবেসন অনুযায়ী ২০২১-২২ আর্থিক বছরে দেশের বিমাক্ষেত্রে বিদেশী সংস্থাগুলি বিনিয়গ করতে পারবে ৭৪ শতাংশ পর্যন্ত। সেক্ষেত্রে নতুন বিনিয়গ হলে দেশে কাজের সুযোগ বাড়বে। ফলে কর্মসংস্থান বাড়বে দেশের। তাতে সাধারণ মানুষের সুবিধা হলেও, বিদেশী লগ্নীকরণে দেশের মানুষ কতটা ভরসা রাখতে পারবেন সেটাই এখন দেখার।

এদিকে  প্রতিযোগিতা বাড়াতে খোলা বাজারে বিক্রি হবে এলআইসির শেয়ার বলে ঘোষণা করেছে কেন্দ্র। গতবছরে বাজেটে  এলআইসির বিলগ্নিকরণের কথা ঘোষণা করেছিলো কেন্দ্র, আজকের বাজেট অধিবেসনে সেই শেয়ার খোলা বাজারে আনার কথা ঘোষণা করলেন আজ নির্মলা সিতারামন। এতে  এলআইসির সাথে দেশের আয়ও বাড়বে বলে মনে করছে কেন্দ্র।বাজেটে দুটি ব্যাঙ্কের  সরকারিকরণের কথা ঘোষণা করা হয়েছে আজ।  অন্যদিকে বেসরকারিকরণের কথা ঘোষণা করা হল  বিপিসিএল, এয়ার ইন্ডিয়া ও পবনহংসের । বন্দর ব্যবস্থাপনাও তুলে দেওয়া হবে  এবার বেসরকারি সংস্থার হাতে।  দেশের বেশ কয়েকটি বড় বন্দর এবার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। জাপান থেকে পুরনো জাহাজ এনে সারিয়ে তোলা হবে। 

খোলা বাজারেই মিলবে এবার LIC’র শেয়ার । ইতিমধ্যে বাজেট অধিবেসনের বাজেট পেশ হওয়ার সাথে সাথে  কেন্দ্রের  বেসরকারিকরণের বিরোধিতায় সরব হয়ে উঠেছে  বিরোধীরা।  তাঁদের অভিযোগ, দেশের জাতীয় সম্পদ সম্পূর্ণ বিক্রি করে দিতে চাইছে এই সরকার। তাঁর ফলে দেশের মানুষের জন্য বিপদ হতে পারে। যদি দেশের সকল সম্পদ বেসরকারিদের হাতে চলে যায়, তাহলে দেশের হাতে থকাবে কী?