নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ভারতে হাজির Samsung Galaxy F04। কেবল মাত্র Flipkart থেকেই এই ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ১২ জানুয়ারি, দুপুর ১২তা থেকে। ভারতে Samsung Galaxy F04 ফোনের দাম শুরু হচ্ছে ৭,৪৯৯ টাকা থেকে। তবে সেই দাম কাস্টমারদের জন্য রাখা হয়েছে ইন্ট্রোডাক্টারি অফার হিসেবে।
আরও পড়ুনঃ 200MP ক্যামেরা সহ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ভারতের বাজারে আসছে Redmi Note 12 Pro
Galaxy F04 ফোনের 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম ৭,৪৯৯ টাকা। দুটি কালার অপশন রয়েছে- জেড পার্পল এবং ওপাল গ্রিন। ১৬.৫৫ সেন্টিমিটারের HD+ ডিসপ্লে রয়েছে ফোনটিতে। সেলফি ক্যামের জন্য ডিসপ্লের ঠিক উপরের ভাগে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিজ়াইন।
সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম। সঙ্গে এই ফোনে দুই বছরের সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে এই Samsung Galaxy F04 ফোনটি চালিত হবে মিডিয়াটেক P35 প্রসেসরের সাহায্যে।
এই চিপসেট আবার পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। এছাড়া ভার্চুয়াল RAM-এর সাহায্যে 8GB পর্যন্ত অতিরিক্ত RAM ব্যবহার করতে পারবেন।
ভারতে হাজির Samsung Galaxy F04, দাম মাত্র সাড়ে সাত হাজার, কবে পাবেন?
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে ১৩MP ক্যামেরাষ সেকেন্ডারি হিসেবে একটি ২MP সেন্সর থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য় এই হ্যান্ডসেটে একটি ৫MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া রয়েছে। ৫০০০ mAh ব্যাটারি।