নজরবন্দি ব্যুরোঃ ৯ জুন লন্ডনের দ্য ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল। সেই ম্যাচে ভারতীয় দলে যাঁরা থাকবেন, তাঁরা প্রস্তুতির জন্য দলের সঙ্গে না নিয়ে আগেই চলে যেতে পারেন। এমনই জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুনঃ KKR এর জন্য বড় ধাক্কা, চোটে কাবু শ্রেয়স কী খেলতে পাড়বেন IPL?
তাঁর বক্তব্য, যে দলগুলি আইপিএল-এর প্লে অফে পৌঁছতে পারবে না সেই দলগুলিতে থাকা যে ক্রিকেটাররা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে ভারতীয় দলে থাকলে আইপিএল-এর গ্রুপ পর্ব শেষ হওয়ার পরেই ইংল্যান্ড রওনা হতে পারেন। সব ক্রিকেটারের সঙ্গেই যোগাযোগ রাখা হবে বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক।
বর্ডার-গাভাসকর ট্রফিতে যে দল খেলল, সেই দলে খুব বেশি বদল হচ্ছে না। হয়তো দু-তিনটি বদল হতে পারে। প্রসঙ্গত, ভারতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে একমাত্রা চেতেশ্বর পুজারাই আইপিএলে নেই। বাকি সব ক্রিকেটারই কোনও না কোনও ফ্রাঞ্চাইজির ক্রিকেটার। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বলেছেন,

‘বিষয়টা বেশ চ্যালেঞ্জিং। যে সমস্ত ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে, তাদের ওয়ার্কলোডের বিষয়টি নজরে রাখা হবে।’ এরপরই রোহিতের সংযোজন, ‘২১ মে’র মধ্যে অন্তত ৬টা দল আইপিএল প্লে–অফের দৌড় থেকে ছিটকে যাবে। সেই সমস্ত দলে থাকা টেস্ট দলের ক্রিকেটারদের একটু আগে ব্রিটেনে পাঠিয়ে দেওয়ার ভাবনাচিন্তা চলছে।’
ফাইনালের জন্য ভারতীয় টেস্ট দলে সামি, সিরাজ ও উমেশ যাদব থাকবেন। এই তিন ক্রিকেটার আবার তাঁদের ফ্রাঞ্চাইজি দলের নিয়মিত সদস্য। রোহিত বলছেন, ‘অন্তত ১২টি করে ম্যাচ তিন বোলারই খেলবে।
টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল নিয়ে অগ্রিম প্রস্তুতির কথা জানালেন রোহিত
আমরা লাল ডিউক বল পাঠানোর বন্দোবস্ত করব। যাতে পেসাররা প্রস্তুতির পর্যাপ্ত সময় পায়। তাছাড়া ফাইনালের দলে যাঁরা থাকবে, তাঁরা আগেও ব্রিটেনে খেলেছে। তাই বড় একটা সমস্যা হবে বলে মনে হয় না। প্রস্তুতিটাই বড় কথা। দুই দলই যেখানে প্রস্তুতি নিয়েই নামবে।’