ক্ষতিপূরণ সহ এমএসপি সুনিশ্চিত করুক সরকার, মোদিকে চিঠি বরুণের

ক্ষতিপূরণ সহ এমএসপি সুনিশ্চিত করুক সরকার, মোদিকে চিঠি বরুণের
ক্ষতিপূরণ সহ এমএসপি সুনিশ্চিত করুক সরকার, মোদিকে চিঠি বরুণের

নজরবন্দি ব্যুরোঃ কৃষক ইস্যুতে দলীয় নীতির বাইরে গিয়ে সরকারের সমালোচনায় একাধিকবার সরব হয়েছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। আন্দোলনরত অবস্থায় মৃত কৃষকদের পরিবারগুলিকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ সহ এমএসপি সুনিশ্চিত করুক সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া চিঠিতে আর্জি সুলতানপুরের বিজেপি সাংসদ বরুণ গান্ধীর।

আরও পড়ুনঃ মমতার হাত ধরেই কি এবার তৃণমূলে বরুণ? তোলপাড় দিল্লী

শুক্রবার তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করে দেশবাসীকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আন্দোলন চলাকালীন কৃষকদের সমর্থন করেছিলেন গুটিকয়েক বিজেপি নেতারা। তার মধ্যে অন্যতম বরুণ গান্ধী। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে শহীদ ৭০০ জন কৃষকের পরিবারগুলিকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী

তিনি আরও বলেন, দেশের মধ্যে ৮৬ শতাংশ ছোট কৃষক রয়েছেন। তাই তাঁরা যাতে ফসলের নূন্যতম সহায়ক মূল্য পান সেবিষয়ে সরকারকে সুনিশ্চিত করতে হবে। কৃষকদের দাবী মেনে না নেওয়া অবধি আন্দোলন জারি থাকবে। সিটু প্লাস ৫০ শতাংশ ফর্মুলা অনুযায়ী কৃষকরা যাতে ফসলের মূল্য পান। সেই আবেদনও জানিয়েছেন তিনি।  সেইসঙ্গে রাজনৈতিক কারণে যে সমস্ত কৃষকদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআর দায়ের করা হয়েছে সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ।

আগামী বছরে রয়েছে পাঞ্জাব, গোয়া, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের নির্বাচন। চার রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মোদির তিন কৃষি প্রত্যাহার প্রসঙ্গে এমনটাই মত প্রকাশ করতে শুরু করেছেন বিরোধী নেতৃত্ব। যদিও আন্দোলন তুলে নেওয়ার বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না সংযুক্ত কিষাণ মোর্চার কেন্দ্রীয় নেতৃত্ব।

ক্ষতিপূরণ সহ এমএসপি সুনিশ্চিত করুক সরকার, দাবী কৃষকদেরও 

ক্ষতিপূরণ সহ এমএসপি সুনিশ্চিত করুক সরকার, দাবী কৃষকদেরও 
ক্ষতিপূরণ সহ এমএসপি সুনিশ্চিত করুক সরকার, দাবী কৃষকদেরও

এমএসপির সুনিশ্চিতকরণ, বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ইস্যুকে হাতিয়ার করে আন্দোলন জারি রাখতে চাইছেন কৃষকরা। খাতায় কলমে তিন কৃষি আইন প্রত্যাহার না করা অবধি আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি কৃষকদের।