নজরবন্দি ব্যুরোঃ বঙ্গে উপনির্বাচনের পূর্বে একবার দিল্লী গিয়ে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সঙ্গে বৈঠক করে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেইসময় তাঁদের মধ্যে জোট গড়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হলেও পরে কংগ্রেসকে আক্রমণ ও দল বদলে অনেক কং নেতা-নেত্রী তৃণমূলে যোগ দেবার ফলে এখন অবস্থা অন্য রকম।
আরও পড়ুনঃ কৃষি আইন বাতিলের পথে কেন্দ্র, চলবে আন্দোলন ঘোষণা রাকেশ টিকায়িতের
আগামী সপ্তাহে রাজধানীতে আসছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আসন্ন সফর জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলেই আজ জানিয়েছেন দলের এক শীর্ষ নেতা। গোয়ায় মমতার সফরের সময়ে দলে যোগ দিয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থাকাকালীন তেমন ‘চমক’ দেখা যাবে কি না, তা অবশ্য স্পষ্ট করা হয়নি তৃণমূলের পক্ষ থেকে। তবে সুত্রের খবর, বিজেপির উপর ক্ষুব্ধ বরুণ গান্ধী (Barun Gandhi) যোগ দিতে পারেন তৃণমূলে। বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে মা মেনকা গান্ধী এবং তাঁকে ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে।
তারউপর আবার সম্প্রতি লখিমপুর হিংসার পর কৃষক হত্যার নিন্দা এবং গান্ধীজির জন্মদিনে নাথুরাম গডসের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন তিনি। সব মিলিয়ে বরুণের রাজনতিক অবস্থান খুব ভাল না বিজেপি-তে। এই অবস্থায় বিজেপি ছাড়লে তাঁর একটি নতুন রাজনৈতিক মঞ্চের প্রয়োজন হবে।

মমতার হাত ধরেই কি এবার তৃণমূলে বরুণ? তোলপাড় দিল্লী
অথচ কংগ্রেস পরিবারে বরুণের যাওয়া সম্ভব নয়। বরুণের পাশাপাশি তৃণমূল কংগ্রেসে সম্ভাব্য অতিথির তালিকায় রয়েছেন জেডিএস থেকে বিএসপি-তে যোগ দেওয়া দানিশ আলি। সব মিলিয়ে মমতার দিল্লি সফর যে যথেষ্ট তাৎপর্য পূর্ণ হতে চলেছে সে কথা বলা যায়।