নজরবন্দি ব্যুরোঃ নেট দুনিয়ায় এবার বোমা ফাটাচ্ছেন রামগোপাল বর্মার নয়া আবিষ্কার ওড়িশার মেয়ে অপ্সরা রানি।পরিচালক রামগোপাল বর্মার নতুন ওয়েব সিরিজ ‘থ্রিলার’-এর নায়িকা হলেন অপ্সরা।
আর সেই কারণে অপ্সরা প্রশংসায় পঞ্চমুখ রামগোপাল।আর নেট দুনিয়ায় বোমা ফাটাচ্ছেন রামগোপাল বর্মার নতুন আবিষ্কার ওড়িশার নায়িকা অপ্সরা রানি।পরিচালক রামগোপাল বর্মার ট্যুইটারে লিখেছেন, ‘ওড়িশার ট্যালেন্ট নিয়ে আগে কখনও ভাবিনি! কিন্তু অপ্সরা রানিকে দেখার পর সেই ধারনা বদলেছে।’রামগোপাল জানিয়েছেন, ৭ ঘণ্টায় অপ্সরার ট্যুইটারে ফলোয়ারের সংখ্যা ১০ হাজার।ওড়িশার মেয়ে অপ্সরা রানি।
২০১৯ সালে ফোর লেটার্স নামে একটি তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন। বড় হয়েছেন দেহরাদুনে, বর্তমানে তিনও থাকেন হায়দরাবাদে।অপ্সরা রানির আসল নাম অঙ্কিতা মহারাণা । মডেলিং দিয়ে কেরিয়ার শুরু, তারপরে অভিনয়ে আসেন।সিল্ক স্মিতার নামের থেকে অনুপ্রাণিত হয়েই নিজের নাম অপ্সরা রানি রাখেন।
