দাদা রাহুলের সাংসদ পদ খারিজ হতেই রুখে দাঁড়ালেন বোন প্রিয়াঙ্কা, মোদীকে দাগলেন তোপ
Priyanka stood up when Rahul's MP post was rejected

নজরবন্দি ব্যুরোঃ দাদার কারাবাস ঘোষণার পরই এবার আসরে বোন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধী সর্বদা সত্যের পথে থাকেন। তাঁর আওয়াজ দমন করার চেষ্টা চলছে বলেই এই ধরণের রায় দেওয়া হয়েছে বলে মনে করছেন কংগ্রেস নেত্রী। এদিন কারাদণ্ডের সাজা ঘোষণা নিয়ে রাহুলের সমর্থনে একটি টুইট করেছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ রবিবার থেকে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে কলকাতা?

কার্যত দাদার ঢাল হয়ে রুখে দাঁড়ালেন তিনি। প্রিয়াঙ্কা প্রশ্ন তুললেন টুইটারে, ‘প্রধানমন্ত্রীজি, আপনার চামচারা এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। আপনার এক মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন রাহুল গান্ধীর বাবা কে? কাশ্মীরি পণ্ডিতদের প্রথা মেনে এক ছেলে বাবার মৃত্যুর পরে পাগড়ি পরেছিলেন।

Priyanka Gandhi: দাদা রাহুলের সাংসদ পদ খারিজ হতেই রুখে দাঁড়ালেন বোন প্রিয়াঙ্কা, মোদীকে দাগলেন তোপ

নিজের পরিবারের পরম্পরা বজায় রেখেছিলেন। অথচ ভরা সংসদে আপনি তাঁর পরিবার ও সমগ্র কাশ্মীরি পণ্ডিত সমাজকে অপমান করে প্রশ্ন করেছিলেন, তিনি নেহরু পদবি কেন ব্যবহার করেন না। কিন্তু এজন্য আপনার কোনও বিচারক দু’বছরের সাজা শোনায়নি। আপনার সাংসদ পদও খারিজ হয়নি।’

Priyanka Gandhi: দাদা রাহুলের সাংসদ পদ খারিজ হতেই রুখে দাঁড়ালেন বোন প্রিয়াঙ্কা, মোদীকে দাগলেন তোপ

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীজির চামচারা এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। অথচ মোদি সংসদে কাশ্মীরি পণ্ডিতদের অপমান করেছেন। কিন্তু তাঁকে আদালত কোনও সাজাও শোনায়নি। এবং তাঁর সাংসদ পদ খারিজও হয়নি। এরপরই প্রিয়াঙ্কার সংযোজন,

দাদা রাহুলের সাংসদ পদ খারিজ হতেই রুখে দাঁড়ালেন বোন প্রিয়াঙ্কা, মোদীকে দাগলেন তোপ

Priyanka Gandhi: দাদা রাহুলের সাংসদ পদ খারিজ হতেই রুখে দাঁড়ালেন বোন প্রিয়াঙ্কা, মোদীকে দাগলেন তোপ

“আমার ভাই কখনও ভয় পায়নি। কখনও ভয় পাবেও না। সর্বদা সত্য কথা বলে ও। আর আগামীদিনেও সত্যের পথেই থাকবে। দেশের মানুষের জন্য সর্বদা সরব হবে। সত্যের শক্তি অপরিসীম। দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা ওর সঙ্গে রয়েছে।”