Actress: আলু পরোটা বানানো নিয়ে মনোমালিন্য মায়ের সাথে, আত্মঘাতী অভিনেত্রী

আলু পরোটা বানানো নিয়ে মনোমালিন্য মায়ের সাথে, আত্মঘাতী অভিনেত্রী
Orisha actress found hanging in her uncle house

নজরবন্দি ব্যুরোঃ ভোজপুরী নায়িকা আকাঙ্ক্ষা দুবের স্বেছা মৃত্যুর পর এবার আত্মঘাতী আরও এক অভিনেত্রী। অভিনেত্রীর আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। মায়ের সাথে মনমালিন্যে আত্মহত্যা করেছেন অভিনেত্রী, প্রাথমিক তদন্তে উঠে আসছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ফের শহরে প্রতারণা চক্রের পর্দাফাঁস! পুলিশের জালে ১০ মহিলা সহ ১৬

ঘটনাটি ঘটেছে ওড়িশায়। মৃত অভিনেত্রীর নাম রুচিস্মিতা গুরুর, পশ্চিম ওড়িশার জনপ্রিয় গায়িকা তথা অভিনেত্রী তিনি। তিনি ওড়িশার সোনপুর জেলার বাসিন্দা। বালঙ্গির তালপাতি এলাকায় নিজের পরিবারের সঙ্গেই থাকতেন অভিনেত্রী। তবে কিছুদিনের জন্য কাকার বাড়ি গিয়েছিলেন সেখানে গিয়েই এই বিপত্তি ঘটে। তাঁর কাকার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

Actress: আলু পরোটা বানানো নিয়ে মনোমালিন্য মায়ের সাথে, আত্মঘাতী অভিনেত্রী
আলু পরোটা বানানো নিয়ে মনোমালিন্য মায়ের সাথে, আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেত্রী

পরিবারে তরফ থেকে জানানো হয়েছে, বহু জনপ্রিয় মিউজিক এ্যালবামে তিনি গান গাইতেন। তাঁর পাশাপাশি অনেক মাচা শোও করতেন তিনি। ঘটনার দিন নাকি আলুর পরটা বানানো নিয়ে মন কষাকষি হয়েছিলো তাঁর মায়ের সাথে, তাঁর মা ৮ তায় রান্না করতে বলে কিন্তু তিনি কিছুতেই রাজি হয়না, এর পর তর্কাতর্কির পর সে ঘরে গিয়ে আত্মঘাতী হন, পরে ডাকাডাকি করে না পাওায় দরজা ভেঙ্গে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে।

আলু পরোটা বানানো নিয়ে মনোমালিন্য মায়ের সাথে, আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেত্রী

Actress: আলু পরোটা বানানো নিয়ে মনোমালিন্য মায়ের সাথে, আত্মঘাতী অভিনেত্রী

এর আগেও বহুবার আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী, পলিশের দাবি, মায়ের সঙ্গে মন মালিন্য নয় আত্মহত্যার পেছনে আরও অনেক কারণ রয়েছে , পলিস তদন্ত চালিয়ে যাচ্ছে , দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, এবং তাঁর ফোন ও যাচাই করছে পুলিস।