New Vande Bharat From Howrah: ফেব্রুয়ারিতে হাওড়া থেকে নতুন রুটে ছুটবে বন্দে ভারত, সিদ্ধান্ত রেলের
Howrah to Puri new Vande Bharat Express

নজরবন্দি ব্যুরোঃ গত বছরের শেষেই বাংলা থেকে যাত্রা শুরু করেছিল বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে প্রথম পূর্ব ভারতে বন্দে ভারত এক্সপ্রেসের সুচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার বাংলা থেকেই দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারিতে হাওড়া থেকে নতুন রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।

আরও পড়ুনঃ প্রেসিডেন্সিতে সরস্বতী বিতর্ক, পুজো করতে এবার ভোটাভুটির পথে তৃণমূল ছাত্র পরিষদ

সূত্রের খবর, দেশের নবম বন্দে ভারত এক্সপ্রেসটি পেতে চলেছে বাংলা। আগামী ফেব্রুয়ারি মাসেই হাওড়া থেকে ওড়িশার পুরী অবধি চলবে এই ট্রেন। যা বাঙালিদের জনপ্রিয় স্থানে পৌঁছে দিতে সাহায্য করবে। শোনা যাচ্ছে, দোলযাত্রার আগেই হাওড়ার সঙ্গে জগন্নাথ ধাম জুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।

ফেব্রুয়ারিতে হাওড়া থেকে নতুন রুটে ছুটবে বন্দে ভারত, বাঙালিদের জন্য খুশির খবর 
ফেব্রুয়ারিতে হাওড়া থেকে নতুন রুটে ছুটবে বন্দে ভারত, বাঙালিদের জন্য খুশির খবর 

দুরন্ত করে পুরী যেতে সময় লাগে প্রায় ৮ ঘন্টা। শতাব্দীর লাগে প্রায় একই সময়। অন্যান্য ট্রেনগুলির সময় লাগে ১০ ঘন্টারও বেশী। কিন্তু বন্দে ভারত হাওড়া থেকে পুরী পৌঁছে দেবে ৭ ঘন্টারও কম সময়ে। ফলে পুরী প্রেমী বাঙালির যন্ত্রণা অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে।

ফেব্রুয়ারিতে হাওড়া থেকে নতুন রুটে ছুটবে বন্দে ভারত, বাঙালিদের জন্য খুশির খবর 

ফেব্রুয়ারিতে হাওড়া থেকে নতুন রুটে ছুটবে বন্দে ভারত, বাঙালিদের জন্য খুশির খবর 
ফেব্রুয়ারিতে হাওড়া থেকে নতুন রুটে ছুটবে বন্দে ভারত, বাঙালিদের জন্য খুশির খবর 

গইত বছরের শেষে হাওড়া থেকে নিউজলপাইগুড়ি অবধি চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। তারপর থেকে একাধিক জায়গায় বন্দে ভারতের ওপর হামলার ছবি উঠে এসেছে। যা নিয়ে যাত্রীরাও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল। একইসঙ্গে চড়েছিল রাজনৈতিক পারদও। সেই সমস্ত জটিলতা কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক ছন্দে আধুনিক ট্রেন। যেখানে একসঙ্গে ১,১২৮ জন সফর করতে পারে।