নজরবান্দি ব্যুরোঃ গুজরাত দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া। সেই আর্জি শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ সার্ভার রুমের দায়িত্ব নিয়েছে সিবিআই, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ফিরল এসএসসি মামলা
প্রয়াত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির করা মামলাটি যুক্তিগ্রাহ্য নয় বলেই মত শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের। ২০০২ গুজরাট দাঙ্গা মামলার পিছনে মূল খলনায়ক বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধীদের এই অভিযোগ দীর্ঘদিনের।
এমনকী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি দাঙ্গা রুখতে উপযুক্ত পদক্ষেপ করেননি বলেও অভিযোগ উঠেছিল। এ নিয়ে বিস্তর তদন্তও হয়। দীর্ঘ ১৫ বছর পর ২০১৭ সালে সুপ্রিম কোর্ট নির্বাচিত বিশেষ তদন্তকারী দল (স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম) মোদি-সহ গুজরাটের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে তাঁদের ক্লিনচিট দিয়ে দেয়।
গুজরাট দাঙ্গা মামলায় মোদীকে ক্লিনচিট শীর্ষ আদালতের
ততদিনে অবশ্য মোদি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবেই বিরোধীরা আবারও তদন্ত প্রভাবিত করার অভিযোগ আনেন। উল্লেখ্য গুজরাত দাঙ্গার তদন্ত করেছিল আদালত নিযুক্ত বিশেষ তদন্তকারী দল বা সিট৷ ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেয় তারা৷ সেই রিপোর্টে প্রমাণের অভাব নরেন্দ্র মোদি ছাড়া আরও ৬৩ জনকে ক্লিনচিট দেয় সিট৷