নজরবন্দি ব্যুরোঃ পুজোর পরেই পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে যাবে। তাই পুজোর পর থেকেই জনসংযোগে নামতে চায় সমস্ত রাজনৈতিক দলগুলি। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। সেইমতো নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবার ময়দানে নামছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুনঃ CPIM: পুলিশ-বাম কর্মীদের খণ্ডযুদ্ধে উত্তাল রায়গঞ্জ, দিনাজপুরে হাওয়া বদল!
বিজেপি সূত্রে খবর, ২৫ সেপ্টেম্বর বালুরঘাটের বিজেপির বুথ স্তরের কর্মীদের নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। সেই সভায় উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে বালুরঘাটের একাধিক কর্মসূচিতেও যোগদান করবেন তিনি।

গত বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের সভাতেই গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী। তখন তাঁকে দলে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর বিধানসভা নির্বাচনে প্রার্থী না হলেও দলের একাধিক প্রার্থীদের হয়ে প্রচার করেছেন তিনি। অনেকেই ভেবেছিলেন ২১ এর নির্বাচনে তিনি হয়তো দলের অন্যতম মুখ। ক্ষমতা থেকে অনেক দূরে বিজেপির জয়ের রথ আটকে গেলেও দলের সঙ্গে যোগ রেখেছেন তিনি।
সেমিফাইনালে বিজেপির ট্রাম্প কার্ড মহাগুরু, প্রচারে নামছে গেরুয়া শিবির

সম্প্রতি কলকাতায় এসে তিনি দাবি করেন, শাসক দলের প্রায় ৩০ জন বিধায়ক যোগ রেখেছেন। তাঁরা দলবদলের জন্য পা বাড়িয়ে রেখেছেন বলেও দাবি করেন তিনি। এরপর শাসক দলের একাধিক নেতাদের নাম দুর্নীতিতে নাম জড়িয়েছে। তাই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি। সেখানে সেমিফাইনালে বিজেপির ট্রাম্প কার্ড মহাগুরু।