স্তনদুগ্ধ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, তৈরি হচ্ছে মায়ের দুধের গয়না
স্তনদুগ্ধ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, তৈরি হচ্ছে মায়ের দুধের গয়না

নজরবন্দি ব্যুরোঃ সাবেক ক্যামেরাই হোক আজকের ডিজিটাল রূপ। সন্তানের বড় হয়ে ওঠার বিভিন্ন মুহূর্ত ধরে রাখতে চান বাবা মায়েরা। বিভিন্ন উপায়ে মুহূর্তেদর বন্দি করতে চান তাঁরা। সেই তালিকায় নতুন সংযোজন হল স্তনদুগ্ধ থেকে গয়না তৈরি। এই ট্রেন্ডে গা ভাসিয়ে সারা বিশ্বেই জনপ্রিয় হচ্ছে ব্রেস্ট মিল্ক জুয়েলারি (Breast milk jewellery)।

আরও পড়ুনঃ হতবাক দুনিয়া, মায়ের নগ্ন ভিডিও ভাইরাল করে দিল নিজের ছেলে

গয়নার বৈচিত্রের শেষ নেই। আর দামি গয়নার কথা বললে প্রথমেই মাথায় আসে হিরে জহরতের কথা। কিন্তু মায়ের স্তন্য থেকে তৈরি বহুমূল্য গয়নার (Breast milk jewellery) কথা শুনেছেন কখনও? অদ্ভুত শোনালেও সত্যি। সাফিয়া ও অ্যাডম রিয়াধ নামের এক দম্পতি তৈরি করছেন এক বিশেষ ধরনের গয়না যা তৈরি হচ্ছে স্তন্যদায়িনী মায়ের স্তন্য থেকে।

স্তনদুগ্ধ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, তৈরি হচ্ছে মায়ের দুধের গয়না
স্তনদুগ্ধ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, তৈরি হচ্ছে মায়ের দুধের গয়না

‘ম্যাজেন্টা ফ্লাওয়ার’ হল সেরকমই এক সংস্থা, ২০১৯ সালে এই দম্পতি স্তন্য থেকে গয়না তৈরির একটি সংস্থা গড়েন। তাঁদের কর্ণধাররা জানিয়েছেন আগামী বছরের মধ্যে বার্ষিক টার্ন ওভার পৌঁছবে ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকায়। সদ্যোজাত সন্তানকে স্তনদুগ্ধ পান করানোর স্মৃতি মনে রাখতে চান মায়েরা। তাই ব্রেস্ট মিল্ক থেকে তৈরি করা হচ্ছে দামী পাথর। সেই পাথরের তৈরি লকেট, কানের দুল, আংটি পরতে পারবেন মায়েরা।

ব্রেস্ট মিল্ক জুয়েলারি দিন দিন প্রসারিত হয়ে চলেছে৷ ম্যাজেন্টা ফ্লাওয়ারের এক জন কর্ণধার সফিয়া বলেছেন, ‘আমার মনে হয় ব্রেস্ট মিল্ক নিয়ে ট্যাবু দূর হচ্ছে ৷ মা ও শিশুর মধ্যে এটা একটা পবিত্র বন্ধন।’ তিনি আরও জানিয়েছেন স্তনদুগ্ধ সংরক্ষণ করে কী করে তার থেকে মেমেন্টো তৈরি করা যায়, তা নিয়ে একাধিক গবেষণা করা হয়েছে। গবেষণার মূল লক্ষ্য ছিল মেমেন্টো তৈরির পরও যেন ব্রেস্ট মিল্কের রং অপরিবর্তিত থাকে।

স্তনদুগ্ধ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, তৈরি হচ্ছে মায়ের দুধের গয়না

স্তনদুগ্ধ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, তৈরি হচ্ছে মায়ের দুধের গয়না
স্তনদুগ্ধ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, তৈরি হচ্ছে মায়ের দুধের গয়না

সফিয়া নিজে তিন সন্তানের মা। বলেছেন তিনি ভালাই জানেন যখন ব্রেস্টফিডিং পর্ব শেষ হয়ে আসে, তখন এক ধরনের শূন্যতা গ্রাস করে মেয়েদের। এটা একদিকে যেমন আনন্দদায়ক অভিজ্ঞতা, তেমনই সন্তানকে ঠিকমতো বড় করে তোলার চ্যালেঞ্জও থাকে এর মধ্যে। দু’ ধরনের অভিজ্ঞতার মেলবন্ধনে এই পর্ব স্মরণীয় প্রত্যেক মায়ের কাছে। তাই স্মরণ করে রাখার এত প্রয়াস।