নজরবন্দি ব্যুরোঃ IPL-এ ফের গড়াপেটার ছায়া। বিগত কয়েক বছর ধরে গড়াপেটা থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলেও এবার আর সেটা হল না। ম্যাচ গড়াপেটা করতে সরাসরি প্লেয়ারদের কাছে ফোন করার ঘটনা ঘটল অজানা ব্যক্তিদের। আর এই ফোন গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার মহম্মদ সিরাজের কাছে।
আরও পড়ুনঃ গরীবের রবিনহুড এখন রিঙ্কু, তাঁর কীর্তি মন জিতে নিল সবার
তাঁর কাছে ফোন আসার সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দেন অ্যান্টি করাপশন ইউনিটে। সর্বভারতীয় সংবাদ সংস্থায় এই বিষয়ে খবরটি প্রকাশ পেয়েছে। খবরে প্রকাশ সেই ব্যক্তি নিজেকে বাসচালক বলে পরিচয় দেন। পেশাদার কোনও জুয়াড়ি নন। হায়দরাবাদের ওই বাসচালক আইপিএলের ম্যাচগুলিতে নিয়মিত জুয়া খেলেন।

সম্প্রতি জুয়া খেলতে গিয়ে বহু টাকা ক্ষতি হয়েছে তাঁর। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “সিরাজ সঙ্গে সঙ্গে বোর্ডকে এই খবর জানায়। বোর্ডের দুর্নীতি বিরোধী শাখার আধিকারিকরা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন। সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর থেকে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।”
IPL-এ ফের গড়াপেটার ছায়া, প্রস্তাব এলো এবার সিরাজের কাছে
উল্লেখ্য, এখন প্রতিটি আইপিএল দলে এক জন করে দুর্নীতিবিরোধী দলের সদস্য থাকেন। তারা ক্রিকেটারদের সঙ্গে একই হোটেলে থাকেন এবং সর্ব ক্ষণ তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মরসুম শুরুর আগে সব ক্রিকেটারকে নিয়ে একটি কর্মশালা আয়োজন করা হয়, যেখানে কী করা যাবে এবং কী করা যাবে না, তা বুঝিয়ে দেওয়া হয়।