নজরবন্দি ব্যুরো: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার আদালতে হাজির হচ্ছেন না প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জেল থেকে বেরোতে পারছেন না বালু। তবে তাঁকে ভার্চুয়ালি হাজির করা হবে নাকি আইনজীবীরাই আদালতে উপস্থিত থাকবেন, সেটা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ দারভাঙাগামী সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন, তিনটি বগি পুড়ে ছাই
রেশন দুর্নীতিকান্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে সংজ্ঞা হারানোর পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকিৎসা শেষ হলে তাঁকে ইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে জ্যোতিপ্রিয় দাবি করেন, তাঁর শরীরের বাঁ দিকটা প্যারালিসিস হয়ে যাচ্ছে। পরে আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সেখানেই রয়েছেন তিনি।
ইডি হেফাজতে থাকাকালীন বেশ কয়েকবার কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বালু মল্লিকের। তবে তাঁর আইনজীবীরা দাবি করেছিলেন, ইডি হেফাজতে মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জেল থেকে বেরতে পারছেন না জ্যোতিপ্রিয়। তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করা হয়েছে। তবে তাঁকে ভার্চুয়ালি হাজির করা হবে নাকি আইনজীবীরাই আদালতে উপস্থিত থাকবেন, সেটা এখনও জানা যায়নি।