নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর এই মুহূর্তে পঞ্চায়েতে আসন দখলে মরিয়া রাজনৈতিক দলগুলি। সভার পাল্টা কর্মসূচী! হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার! ভোটের আগেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! পঞ্চায়েতে পিছিয়ে নেই শাসকদল তৃণমূলও। বিরোধীদের চাপ বাড়িয়ে নবজোয়ার কর্মসূচীতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এহেন পরিস্থিতিতে তৃণমূলকে টেক্কা দিতে পঞ্চায়েত ভোটের আগেই নয়া কর্মসূচীর আয়োজন করেছে বঙ্গ বিজেপি।
আরও পড়ুন: Kalighater Kaku কে তলব! মঙ্গলবার জিজ্ঞসাসাবাদ, নিয়োগ দুর্নীতিতে নয়া তথ্য?
আর এই নয়া কর্মসূচির জেরেই পঞ্চায়েতের আগেই ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নির্বাচনের আগে মূলত বাংলায় বিজেপির জেলা সংগঠনকে আরও মজবুত করতে এবং দলের বিবাদ মেটাতেই এই বঙ্গ সফর। তবে বিজেপির সূত্রের খবর, যদি সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শুরুতেই একঝাঁক কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গে আসবেন জেপি নাড্ডা। তাদের মধ্যে অমিত মালব্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডেরাও আসবেন বলে সূত্রের খবর।

জানা যাচ্ছে, বঙ্গ বিজেপির নয়া এই কর্মসূচী ‘পঞ্চায়েত পদযাত্রা’। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপির ‘গ্রাম সম্পর্ক অভিযানে’র দ্বিতীয় পর্ব এই ‘পঞ্চায়েত পদযাত্রা’। তাছাড়াও ভোটের আগেই যেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচীতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই মানুষের ব্যাপক সাড়াও মিলিছে। তাই এবার মানুষের সঙ্গে মিশতে চাইছে বিজেপি।
বিজেপি সূত্রের খবর গিয়েছে, বিজেপির এই ‘পঞ্চায়েত পদযাত্রা’র দৈর্ঘ্য হবে ৫০০০ কিলোমিটার। পাশাপাশি এই পদযাত্রার মাধ্যমে ২০০ টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০০০ টি গ্রাম পঞ্চায়েতে এবং ৫০০০ টি গ্রামে যুব মোর্চার কার্যকর্তারা পৌঁছে যাবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। এই পদযাত্রার মাধ্যমে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ২৫ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করা হবে। শুধু তাই নয়, যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি সম্মাননীয় শ্রী তেজস্বী সূর্য এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এছাড়াও দলের সকল বিধায়ক, সাংসদ এবং কেন্দ্রীয় নেতৃত্ব সংশ্লিষ্ট পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এই পদযাত্রা ২১ দিন ধরে চলবে বলেই বিজেপি সূত্রের খবর।