Jean-Luc Godard: প্রয়াত হলেন ফরাসি নবতরঙ্গের জনক জঁ লুক গদার, শোকস্তব্ধ সিনেমা জগত

প্রয়াত হলেন ফরাসি নবতরঙ্গের জনক জঁ লুক গদার, শোকস্তব্ধ সিনেমা জগত
Jean-Luc Godard, the father of the French New Wave, has passed away,

নজরবন্দি ব্যুরো: প্রয়াত হলেন ফরাসি নবতরঙ্গের জনক জঁ লুক গদার। বার্ধক্যজনিত রোগে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। বিশ্বের সর্বকালের সেরা পরিচালকদের অন্যতম তিনি। ষাটের দশকের শুরুতেই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ব্রেথলেস’ তৈরি করেছিলেন তিনি। গদারের এই ছবি পালটে দিয়েছিল সিনেমার ভাষা। তাঁর হাত ধরেই সিনেমা পেয়েছিল এক অন্য ধারা, অন্য ভাষা।

আরও পড়ুন: ফের জনদরদী কর্মসূচী সোনুর, এবার সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করলেন অভিনেতা

স্টুডিওর ঝাঁ চকচকে গল্প বলার বাইরে ‘নিউ ওয়েভ’ সিনেমা দেখিয়েছিল সমাজের আসল চিত্র। তবে শুধুই সমাজ নয়, গদারের ছবি মানে এক মনস্তত্ত্বও। গোটা বিশ্বের অসংখ্য চলচ্চিত্র পরিচালকের অনুপ্রেরণা এই ফরাসি কিংবদন্তি। ১৯৩০ সালে প্যারিসে জন্ম হয় জঁ-লুক গদারের। পরিচালক হিসেবে তাঁর শুরুর সময়টা সবথেকে বেশি আলোচিত।

প্রয়াত হলেন ফরাসি নবতরঙ্গের জনক জঁ লুক গদার, শোকস্তব্ধ সিনেমা জগত
প্রয়াত হলেন ফরাসি নবতরঙ্গের জনক জঁ লুক গদার, শোকস্তব্ধ সিনেমা জগত

১৯৬০ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘ব্রেথলেস’, যা বিশ্ব সিনেমায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এরপর একে একে ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’-এর মতো একাধিক কালজয়ী ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। মার্টিন স্করসেসে, কোয়ান্টিন ট্যারান্টিনোর মতো বিখ্যাত পরিচালকদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা।

প্রয়াত হলেন ফরাসি নবতরঙ্গের জনক জঁ লুক গদার, শোকস্তব্ধ সিনেমা জগত

19 15

২০১৮ সালে শেষ ছবি ‘দ্য ইমেজ বুক’ বানিয়েছিলেন গদার। সেটি কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘প্যাম ডি’অর’ সম্মানে ভূষিত হয়। তাঁর মৃত্যুতে যেন একটা যুগের অবসান হল সিনেমা জগতে। শুধু তাই নয় তাঁর মৃত্যুতে  ফিল্ম ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্র প্রেমীদের মধ্যে একটি শূন্যতা তৈরি করেছে যা আর কখন পূর্ণ হবে না।