নজরবন্দি ব্যুরো: বড়সড় স্বস্তি পেলেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টে জামিন মঞ্জুর হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। একাধিক মামলায় আগাম জামিন পেলেন কাপ্তান। এই তালিকাতে রয়েছে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলাটিও।
আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে মৃত ২১, পুলিশ কে দৌড় করিয়ে পেটাল স্থানীয় বাসিন্দারা।
আগামী ৮ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে আদালতের তরফে। একইসঙ্গে, সন্ত্রাসবিরোধী আদালতেও আগামী শুক্রবার অর্থাৎ ২০ মে পর্যন্ত ইমরান খানের জামিন মঞ্জুর হয়েছে।প্রসঙ্গত, ছ’টি মামলায় আগাম জামিনের আরজি সোমবারই লাহোর হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান।
সেই আবেদনের রায়দান আপাতত স্থগিত আছে। ইমরানের বিরুদ্ধে সব মিলিয়ে ১২০টি মামলা রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মামলা ইসলামাবাদ হাই কোর্টে দায়ের হয়েছিল। মঙ্গলবার আদালতের তরফে জানানো হয়, আগামী ৮ জুন পর্যন্ত ইমরান খানকে জামিন দেওয়া হল।
বড়সড় স্বস্তি পেলেন ইমরান, একাধিক মামলায় জামিন দিল ইসলামাবাদ হাইকোর্ট
কোনও মামলাতেই তাঁকে আটক করা যাবে না। গত মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গিয়েই পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হন ইমরান খান। পরে পাক সুপ্রিম কোর্ট জানায়, ইমরানের গ্রেফতারি বেআইনি।