নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল ফের কিউয়িদের মুখোমুখি হতে চলেছে ভারত। প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে কিছুটা বদল আনতে পারেন অধিনায়ক রোহিত শর্মা? ইতিমধ্যেই সেই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। পাহাড় প্রমাণ রান করেও যেভাবে নিউজিল্যান্ড ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল, তাতে দ্বিতীয় ম্যাচে বোলিং লাইন আপে বদল এনে কিউয়িদের বিরুদ্ধে ঘুটি সাজাচ্ছেন রোহিত।
বিসিসিআই সূত্রে খবর, আগামী ম্যাচে বাদ পড়তে পারেন শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর। পরিবর্তে উমরান মালিক এবং শাহবাজ আহমদদের জায়গা দিতে পারেন হিটম্যান। গত ম্যাচে ৭ ওভারে ৭০ রান দিলেও হার্দিকের ওপরে ভরসা রাখতে চাইছেন তিনি। অন্যদিকে, বোলিংয়ে তাঁর অন্যতম ভরসা হিসাবে থাকছেন মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। তবে শামিকে এখনও ব্যবহার করা হবে।

শোনা যাচ্ছে, ব্যাটিং লাইন আপে সেভাবে বদল আনছে না ভারত। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন দুর্ধর্ষ ফর্মে থাকা শুভমান গিল। এরপরে থাকছে বিরাট কোহলি। তবে ইশান কিষাণকে বদল করা হতে পারে? এই প্রশ্ন ঘিরেও জলঘোলা শুরু হয়েছে বোর্ডের অন্দরে।
বোলিং লাইন আপে বদল, দ্বিতীয় ম্যাচে বিরাট বদল

চলতি বছরের বিশ্বকাপের দিকে তাকিয়ে এখন থেকেই দলকে তৈরি করছে ভারত। সেইমতো সূর্যকুমার যাদবকে কোথায় ব্যবহার করা যায়? সেটা নিয়েও চিন্তায় রয়েছেন নির্বাচকরা। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর অনবদ্য পারফরম্যান্স থাকলেও একদিনের ক্রিকেটে তাঁকে আরও কিছুটা সময় নিয়ে যাচাই করতে চাইছে মেইন ইন ব্লুজ।