নজরবন্দি ব্যুরো: নয়া সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেন আমন্ত্রণ করা হল না, তা নিয়ে ইতিমধ্যেই বহুদূর গড়িয়েছে বিতর্কের জল। সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলাও করা হয়েছিল এই নিয়ে। তবে সেই জনস্বার্থ মামলা আজ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন: ২০০০ টাকার দিন শেষ, এবার বাজারে ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদলে যাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে যাতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করানো হয়, সেই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন এক আইনজীবী। মামালাকারী আইনজীবীর বক্তব্য ছিল, ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে তাঁর ‘অপমান’ করেছে কেন্দ্রীয় সরকার ও লোকসভার সচিবালয়।
তবে সেই মামলা এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি জেকে মাহেশ্বরী এবং পিএস নরসিমহাকে নিয়ে গঠিত বেঞ্চ শুক্রবার মামলার আবেদনকারী আইনজীবী জয়া সুকিনকে বলে, ‘‘কেন এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, সুপ্রিম কোর্ট তা বুঝতে পারছে না! সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ মেনে এই আবেদনের শুনানি হতে পারে না।’’
রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবন উদ্বোধন, জনস্বার্থ মামলা খারিজ করল শীর্ষ আদালত

উল্লেখ্য, আগামী রবিবার দিল্লিতে উদ্বোধন হবে নয়া সংসদ ভবন। লোকসভার সচিবালয় তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নয়া সংসদ ভবন উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার ওম বিড়লা। কেন? স্পিকারে সিদ্ধান্তে আপত্তি তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, সংসদ যিনি পরিচালনা করেন, সংসদ ভবনও তাঁরই উদ্বোধন করা উচিত।