IPL23: আইপিএল এ গতবারের লাস্ট বয় মুম্বাই, এবার কেমন তৈরি

আইপিএল এ গতবারের লাস্ট বয় মুম্বাই, এবার কেমন তৈরি
How is Mumbai prepared in IPL?

নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান গত বারের আইপিএলটা যত দ্রুত সম্ভব ভুলতে চাইবে। রোহিত শর্মার নেতৃত্বেই মুম্বাই ইন্ডিয়ান পেয়েছে পাঁচটা ট্রফি।

আরও পড়ুনঃ বার্ষিক চুক্তি ঘোষণা বোর্ডের, বছরে সাত কোটি পাবেন রোহিত, বিরাটরা, হার্দিকের পকেটে পাঁচ কোটি

গত আইপিএলে তাদের পারফরম্য়ান্স খারাপ হওয়ার অন্যতম কারণ ট্রানজিশন। গত মরসুমে নতুন দুটি দল যোগ দেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলে। গতবার মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যোগ দেন নতুন দল গুজরাট টাইটান্সে।

IPL23: আইপিএল এ গতবারের লাস্ট বয় মুম্বাই, এবার কেমন তৈরি
আইপিএল এ গতবারের লাস্ট বয় মুম্বাই, এবার কেমন তৈরি

সেখানে নেতৃত্ব দিয়ে আইপিএলে অভিষেক হওয়া গুজরাটকে চ্যা ম্পিয়ন করেন। হার্দিকের দলছাড়া এটাই কিন্তু একমাত্র কারণ নয়। গত মরসুমে মূলত ভবিষ্যতের দল গড়াতেই জোর দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

তাদের কাছ থেকে শুরুতেই ভালো রেজাল্ট আশা করা বৃথা। আর সেটাই হল। মুম্বাই পুরোপুরি ব্যস্ত হল। এ বার কেমন তৈরি মুম্বাই ইন্ডিয়ান্স? সাফল্যের সম্ভাবনাই বা কতটা? আইপিএলে ২০২২’র নিলামে টিম ডেভিডকে ৮.২৫ কোটি টাকায় নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তেমনই এ বারের মিনি অকশনে ক্যামেরন গ্রিনের জন্য ১৭.৫০ কোটি টাকা খরচ করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

IPL23: আইপিএল এ গতবারের লাস্ট বয় মুম্বাই, এবার কেমন তৈরি

দেশের জার্সিতে একদিনের ম্যাচে নজর কেড়েছেন গ্রিন। এবার ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করেছে। আইপিএলে কতটা ক্যামেরুন গ্রিন কতটা জ্বলে উঠতে পারেন সেটাই দেখার। তবে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এ বারও অস্বস্তি। তারকা পেসার জসপ্রীত বুমরাকে না পাওয়া। আবার স্বস্তির খবর, ইংল্যান্ডের জোফ্রা আর্চারের মতো পেসারকে নিয়েছে মুম্বই।

আইপিএল এ গতবারের লাস্ট বয় মুম্বাই, এবার কেমন তৈরি

IPL23: আইপিএল এ গতবারের লাস্ট বয় মুম্বাই, এবার কেমন তৈরি

আর্চারের মতো পেসার থাকা যে কোনও দলের কাছে স্বস্তির। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মুম্বাইয়ের একাদশ হতে পারে- রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড/ডিওয়াল্ড ব্রেভিস, ক্যামেরন গ্রিন, রমনদীপ সিং, কুমার কার্তিকেয়, হৃতিক শোকিন/শামস মুলানি, জোফ্রা আর্চারের, জেসন বেহরেনডর্ফ।