নজরবন্দি ব্যুরোঃ দাম কমেছে হলুদ ধাতুর, সপ্তাহের শেষে কিছুটা স্বস্তি। শনিবার বাজার খুলতেই দাম কমল সোনার। আর এই খবরটা শুধু ক্রেতাদের নয় বিক্রেতাদের জন্যেও অনেকটাই স্বস্তি বিষয়। এদিকে আজ সোনার দাম কমলেও বেড়েছে রুপোর (Silver Price) বাজার দর। গতকাল বেশ খানিকটা হারে দাম বেড়েছিল হলুদ ধাতুর। আজ তা কমেছে খানিকটা। বিয়ের মরশুমে সোনার দাম কমায় মুখে হাসি ক্রেতাদের।
আরও পড়ুনঃ মানিকের চার্জশিটে ছিল কুন্তলের নাম, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বিয়ের মরশুম শুরু হয়েছে। যদিও গোটা ডিসেম্বর মাসেই দাম বাড়ছে হলুদ ধাতুর। জানুয়ারির শুরুতেও সোনার-রুপোর দামে ওঠাপড়া লেগেই রয়েছে। সপ্তাহের শেষে অনেকেই সোনা কেনার পরিকল্পনা করেন। ফলে, শনিবার সোনার দাম কমতেই মুখে হাসি ক্রেতাদের।

আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৫০ টাকা। তবে এ দিন রুপোর দাম (Silver Price Today) ঊর্ধ্বমুখী রয়েছে। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা। শনিবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম হয়েছে ৫ হাজার ২২৫ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২ হাজার ২৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৭০৬ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৭ হাজার ৬০ টাকা। ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ৭২ হাজার ৩০০ টাকা।
শনিবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
- ২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২২৫ টাকা
- ২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৮০০ টাকা
- ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,২৫০ টাকা
- ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২২,৫০০ টাকা
- ২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭০৬ টাকা
- ২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৬৪৮ টাকা
- ২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,০৬০ টাকা
- ২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭০,৬০০ টাকা
- ১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৩০০ টাকা
জানুয়ারির প্রথম দিকে সোনার দাম বাড়লেও বিয়ের মরশুমে কমই রয়েছে হলুদ ধাতুর দর। গতকাল দাম বেড়েছিল সোনার দাম। তবে এ দিন দাম কমল সোনার। বিশ্ব বাজারে সামান্য বেড়েছে স্পট গোল্ডের (Spot Gold) দাম। আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৯২৬.৯৬ মার্কিন ডলার। তবে এর কোনও প্রভাব দেশীয় বাজারে সোনার দামে পড়েনি।
দাম কমেছে হলুদ ধাতুর, আর দেরি না করে আজই কিনে ফেলুন সোনার গয়না

সোনার শেয়ার বাজারের দাম :
শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৩৭১.৯০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৮৭৩.৬০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৬৮.৫০ টাকা।