নজরবন্দি ব্যুরোঃ ২০২২ সালের অগাস্ট মাসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে হানা দিয়েছিলেন এফবিআই-এর আধিকারিকরা। সেই সময় এমনই দাবি তুলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর ফ্লোরিডার একটি এস্টেটে প্রবেশ করে তল্লাশি চালান এফবিআই আধিকারিকরা।
আরও পড়ুনঃ ১০ শতাংশ কমিশন তাঁর কাছে যেত, ইডিকে জানাল কুন্তল

কিন্তু এবার আর কোন প্রাক্তন নয় আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডনের বাড়িতে এফবিআই হানা। শনিবার ১৩ ঘণ্টা ধরে চলে ম্যারাথন তল্লাশি। মার্কিন প্রেসিডেন্টের উইলমিংটনের বাসভবন থেকে আধ ডজন গোপনীয় নথি উদ্ধার হয়েছে। তা ইতিমধ্যে আমেরিকায় বিচারবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনের আগে এই তল্লাশি নিয়ে ডেমোক্র্যাটদের কড়া আক্রমণের মুখে পড়তে হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে এফবিআই হানার খবরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। গত কয়েকটি নির্বাচনে বেশ ধাক্কা খেয়েছে বাইডেনের দল। নতুন করে শক্তি বাড়াতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়ে ফেলেছেন তিনি। মার্কিন সেনেটের অনেটাই দখল নিয়েছে ট্রাম্পের দল।
প্রেসিডেন্ট জো বাইডনের বাড়িতে FBI হানা, তোলপাড় মার্কিন মুলুক
যদিও উচ্চ কক্ষ বাইডেনের দখলেই রয়েেছ। তবে FBI হানার এ প্রসঙ্গে বাইডেনের প্রতিক্রিয়া, “আমার আইনজীবী আমাকে যা পরামর্শ দিয়েছেন তাই মেনে চলছি।” তবে গুরুত্বপূর্ণ সরকারি নথি কেন বাইডেনর নিজের বাড়িতে রেখেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।