নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক বিরোধী তরজা লেগেই রয়েছে। শাসক শিবিরের একাধিক নেতাদের নাম জড়াচ্ছে নিত্যদিন। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পাশাপাশি একাধিক বিভাগের নিয়োগেও দুর্নীতিতে নাম জড়াচ্ছে শাসক দলের নেতাদের। সেই তালিকায় যুক্ত হয়েছে তেহট্টের বিধায়ক তাপস সাহার নাম। অভিযোগ, টাকার বিনিময়ে দমকলে চাকরি দিয়েছেন তিনি। চাকরি দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা, এবার তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা করেন। বিচারপতি রাজাশেখর মান্থার কাছে মামলার অনুমতি চেয়েছেন তিনি। মঙ্গলবার ফের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Caseএর আগে অবশ্য চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। কখনও সরকারি দফতর আবার কখনও স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সম্প্রতি দমকল বিভাগে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তা নিয়ে ভাইরাল হয়ছে একটি অডিও ক্লিপ। যদিও তার সত্যতা যাচাই করেনি নজরবন্দি।
চাকরি দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা, বিরাট পদক্ষেপ বিজেপির

অভিযোগ, নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা সাহা ভৌমিকের থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন বিধায়ক তাপস সাহা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য বিধায়কের তরফে হুমকি এওয়ার অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে, সেখানে এবিষয়ে উল্লেখ করেছেন বিজেপি নেতা।