কানের উদ্বোধনী সন্ধ্যায় সেন্টার অফ অ্যাট্রাকশন হলেন Deepika Padukone
75th Cannes 2022: Deepika Padukone's retro look in backless Sabyasachi saree, 'Julia Fox' makeup grabs eyeballs at red carpet

নজরবন্দি ব্যুরোঃ কান চলচ্চিত্র উৎসবের (Cannes film festival) উদ্বোধনে সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে রইলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। উদ্বোধনী সন্ধ্যায় সমস্ত স্পটলাইট কেড়ে নিলেন একাই। কান চলচ্চিত্র উৎসবে একাধিক বার লাস্যময়ী চেহারায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে এই বছরটি অবশ্যই আলাদা। অতিথি নয়, এ বার বিচারকের আসনে থাকবেন দীপিকা।

আরও পড়ুনঃ বিজেপি কর্মী খুনের অভিযোগ, সিজিও কমপ্লেক্সে পরেশ পাল

কানের উদ্বোধনী সন্ধ্যায় সেন্টার অফ অ্যাট্রাকশন হলেন Deepika Padukone
কানের উদ্বোধনী সন্ধ্যায় সেন্টার অফ অ্যাট্রাকশন হলেন Deepika Padukone

৭৫তম চলচ্চিত্র উৎসবে মোট ন’জন জুরি বা বিচারক রয়েছেন। যাঁর মধ্যে অন্যতম দীপিকা। কান-এ পৌঁছেই জুরি সদস্যদের সঙ্গে নৈশভোজে দীপিকার সাজপোশাক ইতিমধ্যেই নজর কেড়েছিল অনুরাগীদের। ১৭ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। গতকাল রেড কার্পেট অনুষ্ঠানে ভারতীয় পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা শাড়িতে রেট্রো লুকে ক্যামেরাবন্দি হলেন দীপিকা। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি ভাগ করেছেন অভিনেত্রী।

কানের উদ্বোধনী সন্ধ্যায় সেন্টার অফ অ্যাট্রাকশন হলেন Deepika Padukone
কানের উদ্বোধনী সন্ধ্যায় সেন্টার অফ অ্যাট্রাকশন হলেন Deepika Padukone

দীপিকা (Deepika Padukone) কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন সন্ধ্যায় সেজেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইন করা শাড়িতে। কালো আর গোল্ডেনের কম্বিনেশন আরও মোহময়ী করে তুলেছিল বলি তারকাকে। সঙ্গে চোখের মেক-আপ ছিল নজরকাড়া। গোল্ডেন ব্যান্ড দিয়ে উঁচু করে দীপিকা চুল বেঁধেছিলেন। আর কানে পরেছিলেন কাঁধ পর্যন্ত ঝোলা জমকালো দুল। সবমিলিয়ে দীপিকা পাডুকোনের কানের সাজ আরও ঝলমলে করে তুলেছে এই অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চকে।

 

কানে আগামী ২৮ মে এবছরের বিজেতা ঘোষণা করা হবে। ৯ সদস্যের জুরি গঠন করা হয়েছে সেই বিজেতা বেছে নেওয়ার জন্য। তাঁদের মধ্যে অন্যতম ভারতের দীপিকা পাডুকোন। ২০১৭ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত দেখা যায় দীপিকাকে। কানের রেড কার্পেটে এবছরও দশ দিনই হাঁটতে দেখা যাবে তাঁকে। ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই কান চলচ্চিত্র উৎসব।

কানের উদ্বোধনী সন্ধ্যায় সেন্টার অফ অ্যাট্রাকশন হলেন Deepika Padukone

কানের উদ্বোধনী সন্ধ্যায় সেন্টার অফ অ্যাট্রাকশন হলেন Deepika Padukone
কানের উদ্বোধনী সন্ধ্যায় সেন্টার অফ অ্যাট্রাকশন হলেন Deepika Padukone

গত কয়েকবছর ধরে কানে ল’রিয়াল মেক-আপ ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছেন দীপিকা। বরাবই কানের মঞ্চে আলাদা করে নজর থাকে তাঁর সাজের দিকে। বিশ্বের নাম করা ডিজাইনারদের পোশাক পরে এই চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হয়ে থাকেন বলি তারকা। এবারও ব্যতিক্রম হল না।