কমছে করোনা সংক্রমণ, উৎসবের মরশুমে দেখে নিন দেশের করোনার হাল
corona update news in india

নজরবন্দি ব্যুরোঃ তবে কি বিদায় নিতে চলেছে করোনা মহামারী? বিশেষজ্ঞরা এখনই সেই সুখবর শোনাতে পারছেন না। এর থেকেই স্পষ্ট, এখনই বিদায় নয় করোনা ভাইরাস নামক মহামারীর। তবে মঙ্গলবারও সংক্রমণ কিছুটা কম থাকায় স্বস্তি।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে সিজিও কমপ্লেক্সে তলব সিবিআইয়ের, চিটফান্ড মামলায় তৎপরতা

গত বুধবার ও বৃহস্পতিবার ফের সংক্রমণ ৭ হাজারের ঘরে পৌঁছয়। তবে এদিন মৃত্যুসংখ্যাও অনেকটা বেড়েছে। স্বস্তি অ্যাকটিভ কেস ও পজিটিভিটি রেটের ক্ষেত্রে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৪৪১৭ জন।

কমছে করোনা সংক্রমণ, উৎসবের মরশুমে দেখে নিন দেশের করোনার হাল

যা সোমবার ছিল প্রায় ৬ হাজারের কাছাকাছি। সুস্থ হয়ে উঠেছেন ৬০৩২ জন। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। পজিটিভিটি রেট এই মুহূর্তে ১.২০ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৫২,৩৩৬। মোট আক্রান্তের ০.১২ শতাংশ। অপর দিকে দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৩ কোটি ৭২ লক্ষের বেশি।

কমছে করোনা সংক্রমণ, উৎসবের মরশুমে দেখে নিন দেশের করোনার হাল

কমছে করোনা সংক্রমণ, উৎসবের মরশুমে দেখে নিন দেশের করোনার হাল

কমছে করোনা সংক্রমণ, উৎসবের মরশুমে দেখে নিন দেশের করোনার হাল

গত ২৪ ঘণ্টাতেই ১৯,৯৩,৬৭০ জন টিকা পেয়েছেন। চলছে বয়স্ক ও ১৮ বছরের ঊর্ধ্বদের বুস্টার ও প্রিকশন ডোজ দেওয়ার কাজ। পুজোর মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের।