শীতের মরশুমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় উপহার নিয়ে এল BSNL। কম খরচে দীর্ঘদিনের ভ্যালিডিটি ও বেশি ডেটার চাহিদার কথা মাথায় রেখে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি চালু করেছে ৩৪৭ টাকার একটি বিশেষ প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটার সঙ্গে মিলছে একাধিক অতিরিক্ত সুবিধা।
৩৪৭ টাকার প্ল্যানে কী কী সুবিধা মিলবে
এই নতুন রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন—
-
দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা
-
প্রতিদিন ১০০টি এসএমএস
-
সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং
-
বিনামূল্যে সিম অ্যাক্টিভেশন
-
মোট ভ্যালিডিটি ৫০ দিন
এই সুবিধাগুলি বিএসএনএলের সব প্রিপেড গ্রাহকদের জন্যই প্রযোজ্য। সংস্থার তরফে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে এই অফার চালু হয়েছে এবং আপাতত এটি বন্ধ করার কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
কাদের জন্য সবচেয়ে লাভজনক
যাঁরা কম দামে দীর্ঘ ভ্যালিডিটি চান এবং বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান, তাঁদের জন্য এই প্ল্যান বিশেষভাবে সুবিধাজনক। দৈনিক ডেটা ব্যবহারের প্রয়োজন থাকা সত্ত্বেও যাঁরা বাজেটের মধ্যে থাকতে চান, তাঁদের কাছেও এটি ভালো বিকল্প বলে মনে করছেন টেলিকম বিশেষজ্ঞরা।
কীভাবে রিচার্জ করবেন
এই প্ল্যানের সুবিধা নিতে গ্রাহকরা একাধিক উপায় বেছে নিতে পারেন—
-
নিকটবর্তী BSNL রিটেইলার বা খুচরো বিক্রেতার কাছে গিয়ে
-
BSNL Selfcare অ্যাপ ব্যবহার করে সরাসরি মোবাইল থেকে
-
PhonePe, Google Pay-এর মতো জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে
৪জি পরিষেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশজুড়ে ৪জি পরিষেবা চালু করেছে বিএসএনএল। ওড়িশা থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে দেশে প্রায় ৯৮ হাজার ৪জি টাওয়ার বসানো হয়েছে, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি।
সরকারের পক্ষ থেকে বিএসএনএলকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সংস্থার লক্ষ্য শুধু ৪জিতেই থেমে থাকা নয়—আগামী দিনে ৫জি ও ৬জি পরিষেবা চালু করার দিকেও নজর রয়েছে। আপাতত প্রায় ৯০ লক্ষ গ্রাহক বিএসএনএলের ৪জি পরিষেবার আওতায় রয়েছেন।
সব মিলিয়ে, কম খরচে বেশি সুবিধার এই নতুন রিচার্জ প্ল্যান বিএসএনএলকে আবারও বাজেট-বন্ধু টেলিকম সংস্থা হিসেবে গ্রাহকদের কাছে তুলে ধরছে।









