নজরবন্দি ব্যুরো: পূর্ববর্তী নিয়ম অনুসারে কোনো ব্যক্তির জন্ম-মৃত্যুর শংসাপত্র পেতে হলে একাধিকবার যাতায়াত করতে হত পৌরসভা চত্বরে। তারপর বহু প্রতিক্ষার পর মিলত সেই নথিপত্র। তবে সেসব এখন অতীত। বর্তমানে বাড়ি বসেই আবেদন করা যাবে জন্ম-মৃত্যুর শংসাপত্র সংগ্রহের জন্য।
আরও পড়ুনঃ নজরবন্দি পুরভোট, শেষ মুহুর্তের প্রচারে শান দিতে ফের ত্রিপুরা যাচ্ছেন অভিষেক।
জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকেই এই বিশেষ পরিসেবা চালু করতে চলেছে কলকাতা পুরসভা। সেইমত একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর ও চালু করা হচ্ছে কেএমসির তরফ থেকে। যেখানে কোনো ব্যক্তির জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য ও ঠিকানা প্রদান করলেই তা শংসাপত্রের জন্য গন্য হবে।
তবে এখানেই শেষ নয়, পুরসভার তরফ থেকে চালু করা( ৮৩৩৫৯৯৯১১১) এই বিশেষ নম্বরের মাধ্যমে আবেদন গ্রহণ হওয়ার পর সেই শংসাপত্র তৈরি হয়ে গেলে তা পুনরায় আবেদনকারী কে ম্যাসেজ করে জানিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে পুরসভার কোন অফিসে গেলে সেই শংসাপত্র কীভাবে মিলবে তাও বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।
বাড়ি বসেই আবেদন করুন জন্ম-মৃত্যুর শংসাপত্রের, বিশেষ নম্বর চালু কেএমসির।

এই সংক্রান্ত বিষয়ে কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, এই বন্দোবস্ত চালু হওয়ার পরে স্থানীয় ব্যুরো অফিসে গিয়েই প্রয়োজনীয় শংসাপত্র পেতে পারবেন শহরবাসী। পাশাপাশি বিশেষ প্রয়োজনে কলকাতার পুর কমিশনারের সঙ্গেও সাক্ষাত করা যাবে। তবে সেইজন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাক্ষাতের কারন উল্লেখ করতে হবে।