নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে যুক্ত বনি সেনগুপ্ত। ইতিমধ্যে এই খবর নিয়ে তোলপাড় হয়ে গেছে গোটা টলিউডসহ সোশ্যাল মিডিয়া। এবার তাকে নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের অভিনেত্রী আঙ্কিতা। জোরালো মন্তব্য করলেন।
আরও পড়ুনঃ কেন এখনও নিঃসঙ্গ মিমি? তবে কি এখনও ভুলতে পারেনি প্রাক্তন রাজ চক্রবর্তীকে!
অভিনেত্রী অঙ্কিতা একজন বহু পুরনো অভিনেত্রী, অভিনয়ে জগতে তিনি ১৭ বছর পূর্ণ করেছেন। তবুও তিনি সাফল্যের শিখর ছুতে পারেন নি। এখনও অবধি ছোট বড় নানা কাজ করে যাচ্ছেন তিনি অভিনয় নিয়ে সেরম প্রশংসা বা বিশেষ সম্মান ও পাননি। তবে হাল ছাড়েননি অভিনেত্রী।
ইষ্টি কুটুম ধারাবাহিকের এই অভিনেত্রী এক বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছে। তাকে প্রশ্ন করা হয় যে তিনি এত বছর অভিনয় করেছেন টা নিয়ে তার কোন আক্ষেপ আছে কিনা তিনি তার উত্তরে জানান যে তা নিয়ে তার কোন আক্ষেপ নেই তাকে নিয়ে এখনও অবধি কেউ খারাপ মন্তব্য করতে পারেনি।
অন্যের টাকায় গাড়ি, বাড়ি কেনা আমার স্বভাবে নেই, বিস্ফোরক অভিনেত্রী আঙ্কিতা
তিনি আরও জানান যে, তিনি নিজে কষ্ট করে এই জায়গায় এসেছেন যা করেছেন সবই তার নিজের উপার্জিত অন্য কারোর থেকে তো আর টাকা নিয়ে বাড়ি গাড়ি কেনেন নি, তার এই মন্তব্বেই নেটিজেনরা অনেকে বলছেন বনি কে কি কোন ভাবে থুকছেন তিনি?