নজরবন্দি ব্যুরোঃ শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণের পর এবার তাঁর সতীর্থ অ্যান্ড্রু সাইমন্ডসের দুর্ঘটনায় প্রাণ হারানো। অস্ট্রেলিয়া ক্রিকেটে পরপর ধাক্কা। রবিবার মাত্র ৪৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নিজের সময়ে অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন সাইমন্ডস।দেড় দশকের ক্রিকেট কেরিয়ারে বিতর্ক পিছু ছাড়েনি সাইমন্ডসের।
আরও পড়ুনঃ নির্বাচনে বাকি ১০ মাস, মুখ্যমন্ত্রী পদে শপথ মাণিকের
আবার সব বিতর্কের মধ্যেও খেলার প্রতি টান আর অস্ট্রেলিয়ার প্রতি ভালবাসা তাঁকে চিরস্মরণীয় করে রাখবে ক্রিকেট বিশ্বে।সাইমন্ডস জন্মসুত্রে অস্ট্রেলীয় নন। তাঁর জন্ম হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। খুব ছোটবেলায় এক ইংরেজ দম্পতি তাঁকে দত্তক নেন এবং অস্ট্রেলিয়ায় গিয়ে বসবাস শুরু করেন। সেই সূত্রে ব্রিটেনের পাসপোর্ট ছিল সাইমন্ডসের। সুযোগ ছিল ইংল্যান্ডের হয়ে খেলার।
এমনকী ১৯৯৫ সালে ইংল্যান্ড এ দলের হয়ে খেলার ডাকও পেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ায় নিজের পরিবার, প্রেমিকা এবং বন্ধুদের ছেড়ে যেতে রাজি হননি অ্যান্ড্রু। আসলে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতেন তিনি।১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেরিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ২টি বিশ্বকাপ জিতেছেন সাইমন্ডস। এর মধ্যে আছে ২০০৩ সালের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার নজিরও। সেই তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হ্যান্ডারসন জানিয়েছেন, ‘অ্যান্ড্রু তাঁর প্রজন্মের অন্যতম মেধাবী খেলোয়াড়। তিনি দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। কুইন্সল্যান্ডের ক্রিকেটের উন্নতিতেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাঁর পরিবারের সঙ্গে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ গোটা ক্রিকেট বিশ্ব থেকে ভেসে আসছে শোকবার্তা।
সাইমন্ডসের নাম উঠলে ভারতীয়দের মনে যে নাম অবধারিত উঠে আসবে, তা হল হরভজন সিং। কুখ্যাত ‘মাঙ্কি গেট’ কেলেঙ্কারিতে এককালে মুখ দেখাদেখি বন্ধ ছিল দু’জনের। চরম ‘শত্রুর’ আকস্মিক মৃত্যুতে ধুয়েমুছে গেল যাবতীয় দ্বন্দ্ব। টুইট করে শোকপ্রকাশ করলেন ভাজ্জি। সাইমন্ডসকে বর্ণবিদ্বেষী গালি দেওয়ার অপরাধে হরভজনকে তিন ম্যাচ নির্বাসনের শাস্তি দেন ম্যাচ রেফারি মাইক প্রোক্টর। কিন্তু এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারতীয় দল হুমকি দেয়, তারা সিরিজ বাতিল করে দেশে ফিরে যাবে।
দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যান্ড্রু সাইমন্ডস, শোকাহত ক্রিকেট বিশ্ব
এরপর ফের বিচার সভা বসে। আগের শাস্তি ফিরিয়ে নিয়ে ভাজ্জিকে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়। টুইট করে তিনি লিখলেন, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক মৃত্যুতে শোকাহত। খুব তাড়াতাড়ি চলে গেল। পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা। বিদেহী আত্মার জন্য প্রার্থনা।’