বিপাকে অমিতাভ, দায়ের হল FIR।

বিপাকে অমিতাভ, দায়ের হল FIR।
বিপাকে অমিতাভ, দায়ের হল FIR।

নজরবন্দি ব্যুরো: বিপাকে অমিতাভ, জনপ্রিয় গেম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ ও তার সঞ্চালনকারী অমিতাভ বচ্চন বিপাকে। ক্ষোভ দানা বেঁধেছে শো এর একটি প্রশ্ন কে ঘিরে। এই জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার উপর। ইতিমধ্যেই অমিতাভ বচ্চন ও শো এর নির্মাতাদের বিরুদ্ধে একটি FIR দায়ের হয়েছে লখনৌতে।

আরও পড়ুনঃ ১৪ বছরেই শারীরিক নিগ্রহের শিকার হয়েছি আমি! বিস্ফোরক আমির কন্যা ইরা খান।

শো বয়কট এর ও ডাক দেওয়া হয়েছে। বিতর্কের সূত্রপাত গত শুক্রবার এর ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শো এর এপিসোড সম্প্রচার হওয়ার পর। ক্ষোভের সঞ্চার হয়েছে ওই দিন বিগ বি ৬ লক্ষ ৪০ হাজার টাকার যে প্রশ্ন করেন প্রতিযোগী অভিনেতা অনুপ সোনিকে ও সমাজকর্মী বেজওয়াদা উইলসন কে তা‌ ঘিরে। অমিতাভ প্রশ্নটি করেছিলেন,১৯২৭ সালে ড.বি আর আম্বেদকর ও তার অনুগামীরা একটি বইয়ের কিছু কপি পুড়িয়ে দিয়েছিলেন, সেই বইটির নাম কি? ‘মনুস্মৃতি’ ছিল যার সঠিক উত্তর।

বিপাকে অমিতাভ, প্রতিযোগী উত্তরটি সঠিক দেওয়ার পর সে ব্যাপারে ব্যাখ্যা করতেও দেখা যায় মেগাস্টার অমিতাভ বচ্চন কে। তিনি বলেন, প্রাচীন হিন্দু গ্রন্থটির সমালোচনা করেছিলেন ড. বি আর আম্বেদকর এবং সেই গ্রন্থটির পুড়িয়ে দিয়েছিলেন বেশ কিছু কপি। নেটিজেনদের একাংশ এই প্রশ্ন ও মেগাস্টার অমিতাভ বচ্চনের ব্যাখ্যা ঘিরেই প্রকাশ করেছেন প্রবল অসন্তোষ।

কারো কারো মতে,’হিন্দু বিরোধী’ হিসেবে দেখানো হয়েছে ড. বি আর আম্বেদকর কে, তা সঠিক নয় একেবারেই। কেউ কেউ আবার বক্র দাবিও করেছেন শো এর নাম বদল করে ‘কৌন বনেগা কমিউনিস্ট’ করার। নতুন নয় অবশ্য এই শো ঘিরে বিতর্ক। এর আগেও এস কে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল।